Homeসব খবরক্রিকেটদুর্দান্ত মুশফিক-নাইমে বাংলাদেশের বড় সংগ্রহ

দুর্দান্ত মুশফিক-নাইমে বাংলাদেশের বড় সংগ্রহ

লিটন দাস, নাইম শেখের সাবধানী শুরুর পর হঠাৎ ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। লিটন দাও সাকিব আল হাসান ফেরেন মাত্র ১৬ রানের ব্যবধানে। তারপর তরুণ নাইমকে নিয়ে মুশফিকুর রহিম যে জুটিটি গড়লেন এক কথায় অসাধারণ। দুজনের তৃতীয় উইকেট জুটিটি ছিল ৫১ বলে ৭৩ রানের। দুর্দান্ত নাইম-মুশফিকে শেষ পর্যন্ত ১৭১ রানের বড় সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।

বিশ্বকাপের আগে আরব আমিরাতের উইকেটে টানা আইপিএল ম্যাচ হয়েছে। স্বাভাবিকভাবেই অতি ব্যবহারে পিচগুলো মন্থর হয়ে পড়েছে। গতকাল সুপার টুয়েলভের প্রথম দিনে সেটা দেখাও গেছে। স্পিন দাপটে গতকালের দুটি ম্যাচই ছিল লো স্কোরিং। গতকাল লো স্কোরিং ম্যাচের সম্ভবনা কথা জানিয়েছিলেন বাংলাদেশ কোচ রাসেল ডমিঙ্গোও।

বলেছিলেন, শারজাহর উইকেট ঢাকার উইকেটের মতোই। অর্থাৎ স্লো উইকেট। ব্যাটারদের জন্য রান তোলা কঠিন। কিন্তু শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের ইনিংস দেখে তা মনে হলো না।

বাংলাদেশ একাদশ: নাইম শেখ, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হোসেন সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ: কুশাল পেরেরা, পাথুম নিসাঙ্কা, চারিথ আসালাঙ্কা, অভিস্কা ফার্নান্দো, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়াইন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, দুশমন্থ চামিরা বিনুরা ফার্নান্দো, লাহিরু কুমারা।

Advertisement