Homeসব খবরক্রিকেটদক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দেখা যেতে পারে একটি পরিবর্তন। একাধিক পরিবর্তনেরও গুঞ্জন আছে ক্রিকেট মহলে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেলেও দ্বিতীয় ম্যাচে আসতে চলেছে এক বা একাধিক পরিবর্তন। মূলত প্রথম ম্যাচে একাদশে থাকা অনেকের পারফরম্যান্সে হতাশ টিম ম্যানেজমেন্ট।

শোনা যাচ্ছে, ধারাবাহিক ব্যর্থতার ফলে একাদশ থেকে বাদ পড়ে যাচ্ছেন ইয়াসির আলী রাব্বি। আজ বাংলাদেশ দলের অনুশীলন দেখেও ক্রিকেটবোদ্ধারা এমন মন্তব্য করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। বাদ পড়াদের তালিকায় শোনা যাচ্ছে নুরুল হাসান সোহানের নামও। তবে দারুণ কিপিং পারফরম্যান্স আর অধিনায়ক সাকিব আল হাসানের সমর্থনের ফলে এই যাত্রায় বেঁচে যেতে পারেন তিনি।

ইয়াসির রাব্বির বাদ পড়ে যাবার কারণটা স্পষ্ট। পর্যাপ্ত সুযোগ পেয়েও ভালো কোনো ইনিংস উপহার দিতে পারছেন না তিনি। ইঞ্জুরি থেকে ফেরার পর যেন ছন্দ হারিয়ে ফেলেছেন এই ব্যাটার। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে ২১ বলে ৪২* রানের ইনিংসে পরের ৪ ইনিংস মিলিয়ে ২২ বলে রান করেছেন ১৭।

ফলে তার বদলে আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে বাড়তি স্পিনার খেলাতে চায় ম্যানেজমেন্ট। দেখা যেতে পারে মেহেদী হাসান মিরাজ ও নাসুম আহমেদের মাঝে যে কাউকে। যদিও ব্যাটিং সামর্থ্যের কারণে এগিয়ে থাকবেন মিরাজই। তবে শেষ মুহূর্তে দলে চলে আসতে পারেন কোনো পেসারও। এমনকি থেকে যেতে পারে ইয়াসির রাব্বিকেও। তবে আসলে একাদশটা কী হবে, সেটা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের টস পর্যন্ত।

Advertisement