Homeসব খবরবিনোদন‘তুফান’ ইতিহাস গড়বে : শাকিব খান

‘তুফান’ ইতিহাস গড়বে : শাকিব খান

ঢালিউড সুপারস্টার শাকিব খানের ‘তুফান’ সিনেমা ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাপ্রেমীরা অধীর আগ্রহ নিয়ে আছেন সিনেমাটি দেখার জন্য। এরমধ্যেই বুধবার (১২ জুন) সিনেমাটির প্রচারণার অংশ হিসেবে সংবাদ সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন ‘তুফান’ সিনেমার তারকারা।

এই আয়োজনে উপস্থিত ছিলেন শাকিব খান, মিমি চক্রবর্তী, নাবিলা, চঞ্চল চৌধুরী এবং পরিচালক রায়হান রাফী। সিনেমার প্রযোজক শাহরিয়ার শাকিল ও ডিজিটাল পার্টনার চরকির সিইও রেদওয়ান রনি।

‘তুফান’ ইতিহাস গড়বে বলে আশাবাদী অভিনেতা শাকিব খান। এ সময় তিনি বলেন, দর্শক এভাবেই আমাদের পাশে থাকলে ‘তুফান’ ইতিহাস গড়বে। আমি সবসময় বলেছি, বাংলাদেশের সিনেমার সম্ভাবনা অপার। শুধু দেশে নয়, দেশের বাইরেও বড় একটা বাজার আছে। সারা বিশ্বে ৩০ কোটি বাংলা ভাষাভাষী রয়েছে, তাদের শুধু ভালো মানের সিনেমা উপহার দিতে হবে।

শাকিব খান বলেন, ক্লাসিক্যাল ও কর্মাশিয়াল দুইয়ের কম্বিনেশনে এ ছবি উপস্থাপন করা হয়েছে। গান ও ট্রিজার মুক্তির পরে বিশ্বের বিভিন্ন দেশের কনটেন্ট ক্রিয়েটররা রিভিউ দিচ্ছে। এ তুফান শুধু বাংলাই নয় এ তুফান বয়ে যাবে গোটা পৃথিবীতে। এ তুফান ঝড় জয় করবে গোটা পৃথিবীর মানুষকে।

ছবির বিষয়ে এই মেগাস্টার জানান, বাঙালিদের পাশাপাশি একদিন ইংলিশরাও বাংলা সিনেমা দেখবে। যেমন করে বলিউড এগিয়েছে। ক্লাসিক্যাল ও কর্মাশিয়াল দুইয়ের কম্বিনেশনে এ ছবি উপস্থাপন করেছে।

মিমি চক্রবর্তী বলেন, আমরা সবাই মিলে খুব মিষ্টি একটা প্রজেক্ট তৈরি করেছি। তাই আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ। পাশে থাকবেন হৃদয়ে জায়গা দেবেন। যেন আগামী দিন আরও ভালো ছবি উপহার দিতে পারি। এটা আমার প্রথম বাংলাদেশি ছবি। আমি এ ছবিটা নিয়ে খুব আগ্রহী কারণ আপনাদের সবার প্রিয় শাকিব খান রয়েছেন।

Advertisement