Homeসব খবরক্রিকেটতবে কি টি-টোয়েন্টিতে ফেরার দরজা কি তাহলে বন্ধ হয়ে...

তবে কি টি-টোয়েন্টিতে ফেরার দরজা কি তাহলে বন্ধ হয়ে গেলো মাহমুদউল্লাহর?

সোমবার (২৫ জুলাই) রাজধানীর পাঁচতারকা একটি হোটেলে সাংবাদিকদের কাছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেকনিক্যাল ডিরেক্টর ও বিসিবি পরিচালক খালেদ মাহমুদ বলেছেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ ক্রিকেটে মাহমুদউল্লাহ এখনও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি আবার অধিনায়ক হিসেবে ফিরবেন কি না সেটি গুরুত্বপূর্ণ না। আমি চাই রিয়াদ ওই চাপ থেকে বের হয়ে এসে খেলুক। তার পারফরম্যান্স আমাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ।

খালেদ মাহমুদ আরও বলেন, মাহমুদউল্লাহর এখনও অনেক কিছু দেয়ার আছে দেশকে। জিম্বাবুয়ে সিরিজ পর্যন্ত তাকে বিশ্রাম দেয়া হয়েছে। আমরা চাই তিনি রানে ফিরুক। তবে দলনেতা হিসেবে ফেরার সম্ভাবনা তেমন একটা নেই। এতদিন তিনি নেতৃত্ব দিয়েছেন টি-টোয়েন্টি দলকে, হয়তোবা নিজেকে ওভাবে মেলে ধরতে পারেননি।

তিনি বলেন, সিনিয়র ক্রিকেটাররা যেহেতু দলে নেই তাই সোহানকে লিডারের দায়িত্ব দেয়া হয়েছে। সিনিয়ররা আবার ফিরলে সোহান দায়িত্বে নাও থাকতে পারেন। সোহানকে শুধু জিম্বাবুয়ে সিরিজের জন্য অধিনায়ক করা হয়েছে। পরবর্তীতে আমরা অন্য কাউকে দেখতেই পারি।

Advertisement