Homeসব খবরক্রিকেটঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন...

ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুললেন সাব্বির

আজ থেকে শুরু হয়েছে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার লিগ। প্রথম দিনেই অনুষ্ঠিত হচ্ছে তিনটি ম্যাচ। বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। যেখানে গাজী গ্রুপের বিপক্ষে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেট হারিয়ে ২৯১ রান সংগ্রহ করেছে লিজেন্ড অব রূপগঞ্জ।

মাত্র ৮ রানের জন্য সেঞ্চুরি মিস করেছেন নাঈম ইসলাম। এছাড়াও প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় তুলেছেন সাব্বির রহমান। ব্যাট করতে নেমে দলটির ওপেনিং জুটি ভাঙে ৩৪ রানে। ৫০ রান না হতেই চলে যায় দ্বিতীয় উইকেট। এরপর ধীরে ধীরে ম্যাচের নাটাই নিজেদের হাতে নিয়ে নেয় রূপগঞ্জ।

নাঈমকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন রবিউল। নাঈম সেঞ্চুরির কাছে গেলেও রবিউল থামেন ৪৬ রানে। দুজনের জুটি থেকে আসে ৮৩ রান। এরপর নাঈমের সঙ্গী হন ভারতীয় ব্যাটসম্যান চিরাগ জানি। দুজনে জুটি গড়ে যোগ করেন ৮৪ রান। ৪৪ বলে ৪৭ রান করে চিরাগ আউট হলে ভাঙে এই জুটি। তানভীর হায়দার ৭ ও মেহেদী হাসান রানা ১ রানে অপরাজিত ছিলেন।

সর্বোচ্চ ৯২ রান আসে নাঈমের ব্যাট থেকে। ১১৪ বলে ৬টি চার ও ১টি ছয়ে এই রান করেন তিনি। ৪৯তম ওভারে কাজী অনিক ইসলামের বলে মারতে গিয়ে কাউ কর্নারে ধরা পড়েন ফরহাদ হোসেনের হাতে। হাফ সেঞ্চুরি করেছিলেন ৭৫ বলে।

শেষ দিকে ঝড় তোলেন সাব্বির। নাঈমের সঙ্গে পঞ্চম উইকেটে ৩১ বলে যোগ করেন ৫০ রান। ২৫ বলে ৫টি চার ও ১টি ছয়ে ৪২ রান করেন এই ডানহাতি ব্যাটসম্যান। গাজীর হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন কাজী অনিক ইসলাম। এ ছাড়া ২ উইকেট জমা হয় আলমগীর হোসেনের ঝুলিতে।

Advertisement