Homeসব খবরক্রিকেট‘ডু অর ডাই’ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ

‘ডু অর ডাই’ ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ

সুপার এইটে ওঠার ক্ষেত্রে আরেকটি সুযোগ পাচ্ছে বাংলাদেশ। এবার টাইগারদের সামনে বাধা নেদারল্যান্ডস। ডাচদের সামনেও সমান সুযোগ। দুই ম্যাচে একটি করে জয় নিয়ে দুই দলেরই সংগ্রহ দুই পয়েন্ট। সেইন্ট ভিনসেন্টে বৃহস্পতিবার (১৩ জুন) রাত সাড়ে আটটায় মুখোমুখি হবে দুই দল।

সেই ২০০৭ সালের প্রথম বিশ্বকাপে সুপার এইটে খেলার সুযোগ পেয়েছিলো বাংলাদেশ। এরপর থেকে অংশগ্রহণই বড় কথা টাইগারদের জন্য। ১৭ বছর পর আরো একবার সেরা আটে খেলার হাতছানি বাংলাদেশের সামনে। আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে জয় পেলে পরের রাউন্ড নিয়ে ভাবতে হতো না বাংলাদেশকে। অল্পের জন্য প্রোটিয়া শিকার করতে ব্যর্থ হয়েছে টাইগাররা।

ডাচদের বিপক্ষে বাংলাদেশের সাফল্যের হার আশা জাগানিয়া। টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দল মুখোমুখি হয়েছে চারবার। যার তিনটিতেই জয় পেয়েছে টাইগাররা। বিশ্বকাপে দুইবারের মোকাবিলায় দুটিতেই জয় পেয়েছে টাইগাররা।

তবে টেস্ট সদস্য বাংলাদেশের বিপক্ষে একটি জয় নিয়েই নিজেদের শক্তির জানান দিয়েছে ডাচরা। এই বিশ্বকাপে ডাচরাও আছে দারুণ ছন্দে। তাদের সামনেও সুযোগ সুপার এইটে খেলার। সে লক্ষ্যে তাদের পরের দুই ম্যাচে জিততে হবে বাংলাদেশ ও শ্রীলংকার বিপক্ষে।

দুই দলই একটি করে ম্যাচ হেরেছে। প্রতিপক্ষও ছিলো এক- দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচে বাংলাদেশের বোলিং আশা জাগাচ্ছে। তবে আশঙ্কায় ফেলছেন ব্যাটসম্যানরা। দুই ম্যাচেই টাইগার টপ অর্ডার ব্যর্থ। সাকিব আল হাসান ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কোন অবদানই রাখতে পারেননি ব্যাট হাতে। তাওহিদ হৃদয় ও মাহমুদউল্লাহ রিয়াদ ছাড়া আর কেউই ছন্দে নেই।

এই ম্যাচে হারলেও বাংলাদেশের সুযোগ থাকবে। তবে তার জন্য শেষ ম্যাচে নেপালকে হারানোর পাশাপাশি শ্রীলংকার বিপক্ষে ডাচদের পরাজয়ের প্রহর গুণতে হবে টাইগারদের।

Advertisement