Homeসব খবরক্রিকেটটেস্টে বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফি ৬ লাখ টাকা!

টেস্টে বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফি ৬ লাখ টাকা!

অনেকটা যেন জোর করেই ঢাকা টেস্টে হেরে গেল বাংলাদেশ! তাও ইনিংস ব্যবধানে। যে টেস্ট সহজেই ড্র করা যায়, সেই টেস্ট হেরেছে মুমিনুল হকের দল। টিকে থাকার বদলে সব ব্যাটাররা যেন টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন। দেশ এবং বিদেশের ক্রিকেটাঙ্গনে অনেকদিন ধরেই প্রশ্ন- টাইগাররা কি আদৌ টেস্ট ক্রিকেটটা জানে? তাদের মাঝে কি টেস্ট খেলার মানসিকতা আছে? গতকাল ঢাকা টেস্ট পরাজয়ের পর অধিনায়ক মুমিনুল হকের কাছে ছুটে গেল এই প্রশ্ন।

টেস্ট মর্যাদা পাওয়ার ২১ বছর কাটিয়ে দিয়েছে বাংলাদেশ। তবু এখনও পারফর্মেন্স সেই ২১ বছর আগের মতোই- ছন্নছাড়া। নতুন টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তানের কাছে পর্যন্ত দেশের মাটিতে হেরেছে! বৃষ্টির কারণে ঢাকা টেস্টের প্রথম চার দিনে খেলা হয়েছে দেড় দিনের মতো। চতুর্থ দিন শেষ বিকেলে মাত্র ২০ ওভারে খোয়া গেছে ৭ উইকেট। আর আজ শেষ দিনে পতন ঘটেছে ১৩ উইকেটের। ৩০০ রানের মাঝারি স্কোর নিয়েও ইনিংস ব্যবধানে জিতেছে সফরকারী পাকিস্তান!

ক্রিকেটারদের দাবি মেনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচ ফি বাড়িয়েছে দ্বিগুণ। তাতে টেস্টে বাংলাদেশের খেলোয়াড়দের ম্যাচ ফি এখন ছয় লাখ টাকা।অভিষিক্ত মাহমুদুল হাসান দুই ইনিংস মিলে ঢাকা টেস্টে করেছেন ছয় রান। তারপরও তিনি পুরো ম্যাচ ফি পাবেন। অর্থাৎ প্রতি রানের জন্য এক লাখ টাকা!

পুরো সিরিজে পাকিস্তানের বিপক্ষে টপঅর্ডার ব্যাটাররা খারাপ করেছেন। মিডল অর্ডারে লিটন দাস, মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান কিছুটা লড়াই করলেও তাতে ইনিংস হার এড়ানো সম্ভব হয়নি। এমন বাজে হারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই প্রশ্ন তুলেছেন প্রতি রানের জন্য কে কত টাকা পেলেন? ব্যাটারদের এই হিসাবে আরেক ওপেনার সাদমান ইসলাম প্রতি রানের জন্য পেয়েছেন ৬০ হাজার টাকা। এর সঙ্গে যোগ হবে অন্যান্য ভাতাও।

Advertisement