Homeসব খবরক্রিকেটটি-টোয়েন্টি বিশ্বকাপে ভিরাট কোহেলির উইকেট নিতে চান শরিফুল ইসলাম

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভিরাট কোহেলির উইকেট নিতে চান শরিফুল ইসলাম

গতবছর দক্ষিণ আফ্রিকায় ভারতকে হারিয়ে যুব বিশ্বকাপ গড়ে তুলেছিল বাংলাদেশ। সেই দলের অন্যতম সেরা সদস্য ছিলেন ফাস্ট বোলার শরিফুল ইসলাম। গতবছর যুব বিশ্বকাপ জয় লাভ করা এই ফাস্ট বোলার এখন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সদস্য।

ভারতকে হারিয়ে বিশ্বকাপজয়ী শরিফুল এবার টার্গেট করেছেন ভারতের অধিনায়ককেই! নিতে চান বিরাট কোহলির উইকেট। শুক্রবার (১ অক্টোবর) গণমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ভারতের সঙ্গে খেললে অবশ্যই চেষ্টা করব বিরাট কোহলির উইকেট নিতে’।

শরিফুল বলেন, ‘২ বছর আগে যুব বিশ্বকাপ খেলেছি। তার আগে অন্যরকম অনুভূতি ছিল। এখানেও একই অনুভূতি। ভালো লাগা কাজ করছে।’ এ বছরের মার্চে নিউ জিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় শরিফুলের। পরের গল্পটা দুর্দান্ত। দারুণ পারফরম্যান্স করে জায়গা করে নিয়েছেন বিশ্বকাপ দলেও। এখন পর্যন্ত ১১ ম্যাচে ওভার প্রতি ৭.৯৭ রান দিয়ে উইকেট নিয়েছেন ১৭টি।

শরিফুল জানিয়েছেন, তিনি বিশ্বকাপে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে চান দ্রুত। শরিফুল বলেন, ‘আমি আগে কখনও ওখানে (ওমান ও আরব আমিরাত) খেলিনি। ওখানকার আবহাওয়া ও কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়া চ্যালেঞ্জিং। ইনশাআল্লাহ্‌ তাড়াতাড়ি মানিয়ে নেওয়ার চেষ্টা করব।’

Advertisement