Homeসব খবরজেলার খবরটাঙ্গাইলে ৪০০ কোটি টাকার আনারস বিক্রি!

টাঙ্গাইলে ৪০০ কোটি টাকার আনারস বিক্রি!

চলতি মৌসুমে প্রায় ৪০০ কোটি টাকার আনারস বিক্রি হবে বলে আশা কৃষি বিভাগের। চলতি মৌসুমে টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলায় আবহাওয়া অনুকূলে থাকায় আনারসের বাম্পার ফলন হয়েছে। ফলনের পাশাপশি আশানুরুপ দামে খুশি চাষিরা।

জানা যায়, চলতি মৌসুমে উপজেলায় ৬ হাজার ৫৪২ হেক্টর জমিতে আনারস চাষ হয়েছে। হেক্টরপ্রতি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ থেকে ৪৫ মেট্রিক টন। আনারস চাষি ও বহুমুখী সমবায় সমিতির সভাপতি মো. ফজলুল হক বলেন, আমাদের এলাকার এ সিজনে ফলন ভালো হয়েছে। তাছাড়া যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় কারণে বাজারজাত করতে সহজ হচ্ছে। ফলে বাজারে দাম ভালো পাচ্ছি।

আরেক চাষি বলেন, আমি এবার ২ বিঘা জমিতে আনারস চাষ করেছি। বাগানে এইবার ফলন ভালো হয়েছে। প্রকারভেদের ২০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ভালো দামে বিক্রি করে লাভবান হচ্ছি।

উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন রাসেল বলেন, মধুপুর ছাড়াও গড় এলাকা ঘাটাইল, ময়মনসিংহের ফুলবাড়িয়া ও মুক্তাগাছা এবং জামালপুর সদরে আনারস চাষ হয়। তাই প্রতিবছর বাড়ছে আনারসের চাষ। এবার যে পরিমাণ আনারস উৎপাদিত হয়েছে, তা চাষিরা ৪০০ কোটি টাকার বেশি বিক্রি করতে পারবেন। বর্তমানে চাষিরা আনারস চাষ করে ভালো দাম পাচ্ছেন।

Advertisement