Homeসব খবরক্রিকেটজিম্বাবুয়েকে হালকা ভাবে নিচ্ছেন না আব্দুর রাজ্জাক

জিম্বাবুয়েকে হালকা ভাবে নিচ্ছেন না আব্দুর রাজ্জাক

সর্বশেষ ২০১৩ সালের জিম্বাবুয়ে সফরে গিয়ে ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২০১৩ সালে দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আব্দুর রাজ্জাক। তবে বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক। দলের সাথে বর্তমানের জিম্বাবুয়ে সফরে রয়েছেন তিনি।

বিগত কয়েক বছরে জিম্বাবুয়ের থেকে অনেক এগিয়ে গিয়েছে বাংলাদেশ। দীর্ঘ সময় পর জিম্বাবুয়ে সফর করায় কন্ডিশনকে বড় চ্যালেঞ্জে হিসেবে দেখছেন সাবেক এই স্পিনার। আব্দুর রাজ্জাকের মতে ঘরের মাঠে অনেক শক্তিশালী জিম্বাবুয়ে। আজ অনুশীলনের ফাঁকে তিনি বলেন,

“আমার মনে হয়, নিজেদের মাটিতে জিম্বাবুয়ে দল আমাদের জন্য বেশ কঠিন। বিশেষত কন্ডিশনের জন্য। কারণ এই কন্ডিশনটা আমাদের জন্য একেবারেই নতুন, আবার তারা এটায় অভ্যস্ত। যে কোনও খেলোয়াড়কে সব কন্ডিশনে খেলতে হবে, মানিয়ে নিতে হবে। যে যত তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে, সে তত ভালো খেলোয়াড়।’

জিম্বাবুয়ের বিপক্ষে মূল লড়াইটা পেসারদের মধ্যে হবে বলে ধারণা দিলেন রাজ্জাক, ‘এখানে নিশ্চিতভাবেই পেসাররা আধিপত্য করবে। বাংলাদেশে বা উপমহাদেশে খেলা হলে যেমন স্পিনারদের আধিপত্য করার সুযোগ থাকে, এখানে আসলে পেস বোলাররা সেটা করবে স্বাভাবিকভাবে। স্পিনারদের কিন্তু এখানে ভালো ভূমিকা রাখতে হয়। কিছু কিছু ক্ষেত্রে থাকে রান আটকে রাখা। কিছু ব্রেক থ্রু এনে দেওয়া, যদি কখনও পেস বোলাররা ভোগে।’

Advertisement