Homeসব খবরক্রিকেটজিম্বাবুয়েকে টানা পঞ্চমবারের মতো হোয়াইটওয়াশ করার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

জিম্বাবুয়েকে টানা পঞ্চমবারের মতো হোয়াইটওয়াশ করার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ

বিগত পাঁচ ছয় বছর ধরে দেশের মাটিতে একপ্রকার বিধ্বংসী ক্রিকেট খেলছে বাংলাদেশ। তবে টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে অনেকটাই এগিয়ে রয়েছে ওয়ানডে ক্রিকেট। দেশের মাটিতে সর্বশেষ ১০ সিরিজের মধ্যে ১০ টি সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ।

এই তালিকার মধ্যে রয়েছে ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মত পরাশক্তি দল। সেই তালিকায় নতুন করে যোগ হয়েছে শ্রীলঙ্কা। ইতিমধ্যেই শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ।দেশের মাটিতে ধারাবাহিকতা বিদেশের মাটিতেও বজায় রেখেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পর ওয়ানডে সিরিজ জয়লাভ করেছে টাইগাররা। এবার জিম্বাবুয়েকে আরো একবার হোয়াইটওয়াশ করার পালা।

বাংলাদেশ এর আগে জিম্বাবুয়েকে পাঁচবার হোয়াইট ওয়াশ করেছে। এর মধ্যে গত চার সিরিজের মধ্যে চারটিতেই জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে টাইগাররা। আগামী কালকের ম্যাচে জয়লাভ করতে পারলে জিম্বাবুয়েতে টানা পঞ্চমবারের মত প্রকাশ করবে বাংলাদেশ।

জিম্বাবুয়েতে সর্ব প্রথম বাংলাদেশের কাছে ওয়ানডে ক্রিকেটে হোয়াইটওয়াশ হয়েছিল ২০০৬ সালে। এরপর ২০১৪ সালের পর চারটি সিরিজ খেলেছে দুই দেশ। এছাড়াও নিউ জিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজকে দুবার করে এই লজ্জা দিয়েছে টাইগাররা। এছাড়া পাকিস্তান, কেনিয়া, স্কটল্যান্ড ও আয়ারল্যান্ডের বিপক্ষে একবার করে হোয়াইটওয়াশ করার স্বাদ পেয়েছে বাংলাদেশ।

Advertisement