Homeসব খবরক্রিকেটজাতীয় দলের ওয়ানডেতে ডাক পেল ৪ নতুন ক্রিকেটার

জাতীয় দলের ওয়ানডেতে ডাক পেল ৪ নতুন ক্রিকেটার

সামনে আফগানিস্তানের সাথে হবে দেশের মাটিতে সিরিজ। আর এই সিরিজ উপলক্ষে শক্তিশালী স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এই স্কোয়াডে চমক দিয়ে আসছে নতুন চার ক্রিকেটার।সাম্প্রতিক পারফিরম্যান্স এর উপর ভিত্তি করে ইবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদুল হাসান জয়, ইয়াসির চৌধুরী রাব্বি দলে জায়গা করে নিয়েছেন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, নতুন ক্রিকেটারদের সুযোগ পাওয়ার নৈপথ্যে যা আছে।

নান্নু বলেন, “নাসুম ধারাবাহিকভাবে ঘরোয়া ক্রিকেটে ভালো পারফর্ম করছে আসছে। টি-টোয়েন্টি ক্রিকেটেও নিয়মিত ভালো খেলছে। তাই আমরাও আশা করছি, ও ওয়ানডেতেও ভালো করবে।” এছাড়া প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন মাহমুদুল হাসান জয়। তিনিও নিউজিল্যান্ডে টেস্ট সিরিজে ভালো খেলেছিলেন। তাছাড়া বিপিএলেও জয় সাবলীল ব্যাটিং উপহার দিচ্ছেন। ফলে তাকে নিয়েও আত্মবিশ্বাসী টিম ম্যানেজমেন্ট।

নান্নু বলেন, “জয় নিউজিল্যান্ডে টেস্টে একটা দারুণ ইনিংস খেলেছে ইতোমধ্যে। ৫০ ওভারের ক্রিকেটেও ওর কাছে আমরা ভালো কিছু আশা করছি। ও যে কৌশলে ব্যাটিং করে তাতে আমরাও যথেষ্ট আত্মিবিশ্বাসী ওকে নিয়ে। টপ অর্ডার, মিডল অর্ডার সব জায়গায় পাবে। আশা করি, এই আত্মবিশ্বাস নিয়ে ব্যাটিং করলে অনেকদিন দলে সেবা দিতে পারবে।”

Advertisement