Home ফুটবল চোট নিয়ে যা বললেন মেসি

চোট নিয়ে যা বললেন মেসি

সংগৃহীত ছবি

কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। আজ বুধবার (২৬ জুন) চিলিকে ১-০ ব্যবধান হারানোর সুবাদে নকআউট পর্বে চলে গেছে বিশ্ব চ্যাম্পিয়নরা। লা আলবিসেলেস্তের সাফল্যের দিনে চিন্তার কারণ হয়ে উঠেছে লিওনেল মেসি চোট। যদিও এখন পর্যন্ত কোনো খারাপ সংবাদ আসেনি, তবে ভক্তদের চিন্তামুক্ত করতে পারেননি আর্জেন্টাইন খুদেরাজ।

ইতিহাস বলে খুব বাজে ট্যাকল না করলে মাটিতে লুটিয়ে পড়েন না মেসি। আজও এর প্রমাণ মিলেছে। চিলিয়ান ডিফেন্ডার বল দখলে নিতে গিয়ে বেশ জোরেই তার পা দিয়ে আঘাত করেছিলেন মেসি ডান পায়ে। কিন্তু পড়েনি মেসি, বরং মুহূর্তেই বল নিয়ে ছুটেছেন। এটা যেমন স্বস্তির খবর তেমনি অস্বস্তি হয়ে ওঠে ম্যাচ চলাকালীন সাইডলাইনে মেসির চিকিৎসা নিয়ে।

প্রথমার্ধে ৩৭ বছর বয়সী ফরোয়ার্ড কয়েক মিনিটের জন্য সাইডলাইনে ছিলেন। তখন তার ডান পায়ের সেবা করছিল মেডিকেল টিম। সেই ট্রিটমেন্ট মাঠে ফিরেন মেসি এবং খেলেন পুরো ম্যাচ। তার ৯৪ শতাংশ ছিল নিখুঁত। তবে সব ছাপিয়ে প্রিয় তারকার পায়ে কি হয়েছে সেটা জানার জন্য উগ্রীব ভক্তরা। বিষয়টি বুঝতে পেরে নিজের অবস্থান পরিস্কার করেছেন মেসি।

ইন্টার মায়ামি তারকা ম্যাচ শেষে বলেছেন, ‘গলা ব্যথা এবং জ্বরের বেশ কয়েক দিন পর আমি খেলছি। এটি আমাকে প্রভাবিত করতে পারে। ইনজুরির ক্ষেত্রে এটা পুরনো কিছু না বা আমি ভুগছিলাম এমন কিছু না। এটা একটার পেশীর খিঁচুনি। আমি খেলার শুরুতে আমার ডান হ্যামস্ট্রিংয়ে অস্বস্তি অনুভব করেছি। এটি শক্ত মনে হচ্ছিল, যতটা হওয়া উচিত ছিল ততটা আলগা ছিল না। দেখ যাক কি হয়।’