Homeসব খবরক্রিকেটচিকিৎসার জন্য ভারত যাচ্ছেন মাশরাফি

চিকিৎসার জন্য ভারত যাচ্ছেন মাশরাফি

আগামী ১৫ মার্চ শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ। মাশরাফি মুর্তজা এবার শেখ জামাল ছেড়ে লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন। (বুধবার) মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে দলবদল শেষে সাবেক অধিনায়ক জানালেন, অস্ত্রোপচার করাতে আজ (বৃহস্পতিবার) ভারত যাচ্ছেন তিনি। চেন্নাইতে আগামী ৯ মার্চ ছুরি-কাঁচির নিচে যেতে পারেন এই পেসার।

ক্যারিয়ারের প্রায় সবসময়ই চোটাক্রান্ত মাশরাফি। বহুবার ছুরি-কাঁচির নিচে যেতে হয়েছে। এবার একই কারণে অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন বাংলাদেশের সফলতম অধিনায়ক। বেশ কিছুদিন ধরেই কোমরের ব্যথায় ভুগছেন মাশরাফি। ব্যথা থেকে পুরোপুরি মুক্তি পেতে করাতে হবে অস্ত্রোপচার। চিকিৎসকের পরামর্শ নিতে বৃহস্পতিবার ভারত যাচ্ছেন তিনি।

মাশরাফির পরিকল্পনা ছিল প্রিমিয়ার লিগ খেলে অস্ত্রোপচার করানোর। কিন্তু ডাক্তারের পরামর্শ এর আগেই অস্ত্রোপচার করানোর। মাশরাফি বলেছেন, ‘আমার ইচ্ছা প্রিমিয়ার লিগ খেলে করানোর। কিন্তু উনি (চিকিৎসক) চাচ্ছেন আগেই করাতে। এটা এখন মিলিয়ে নিতে হবে। আমার কোমরের ডিস্কে অস্ত্রোপচার করাতে হবে। লিগের কারণে পরে করাতে চাচ্ছিলাম। লিগ শুরুর আগে একমাস সময় পেলে পরে করাতাম। কিন্তু সেই সময় তো নেই।’

মাশরাফির সাতটি অস্ত্রোপচার হয়েছে দুই হাঁটুতে। এবার বাদ যাচ্ছে না কোমরও। আগের সাতটি অস্ত্রোপচারেই প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সম্পৃক্ত ছিলেন অস্ট্রেলিয়ান সার্জন ডেভিড ইয়াং। এবারও তার পরামর্শে মাশরাফি যাচ্ছেন চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে।

Advertisement