Homeসব খবরআন্তর্জাতিকচাঁদে পৌঁছার পরই সৌর অভিযানের ঘোষণা ভারতের

চাঁদে পৌঁছার পরই সৌর অভিযানের ঘোষণা ভারতের

চন্দ্রযান ৩ অভিযান এখনও চলছে। চাঁদের মাটিতে সফল ভাবে ল্যান্ডারকে অবতরণ করিয়ে ইসরোর বিজ্ঞানীরা এখনও উল্লাসের ঢেউয়ে ভাসছেন। তবে এরই মাঝে শুরু হয়ে গেল ইসরোর পরবর্তী কর্মযজ্ঞের প্রস্তুতি। ইসরো প্রধান এস সোমনাথ জানিয়ে দিলেন, ভারতের প্রথম সৌর অভিযান কবে লঞ্চ করা হবে।

চন্দ্রযান ৩-এর সাফল্যে যখন গোটা দেশ ভাসছে, তখনই ইসরো প্রধান এস সোমনাথ ঘোষণা করলেন, আদিত্য এল১ অভিযান আগামী মাসের প্রথম সপ্তাহেই লঞ্চ করা হতে পারে। সূর্য সম্পর্ক নানা তথ্য হাতে পেতেই এই অভিযানের পরিকল্পনা করা হয়েছে। হাতে গোনা আর কয়েক দিন পরই এই অভিযান শুরু হতে চলেছে। এই আবহে ফের ব্যস্ত হয়ে পড়বেন ইসরোর বিজ্ঞানীরা।

এস সোমনাথ গতকাল বিক্রমের অবতরণের ২-৩ ঘণ্টা পর বলেন, ‘বিগত কয়েক মাস ধরে চন্দ্রযান ৩ অভিযানের জন্য বিশ্বের নজর ছিল আমাদের ওপর। তবে এরই মাঝে আমরা আরও বড় বড় সব প্রকল্পের ওপর কাজ চালিয়ে গিয়েছি। সামনের মাসগুলিতে সেই মিশনগুলি পরিচালনা করবে ইসরো।’ আর কারপরই তিনি জানান, আদিত্য এল১ মিশন সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহেই চালু হতে পারে। অর্থাৎ, হাতে আর মাত্র কয়েকটাই দিন বাকি এই মিশনের জন্য।

জানা গিয়েছে, বেঙ্গালুরুর ইউআর রাও স্য়াটেলাইট সেন্টারে তৈরি হয়েছে এই স্যাটেলাইট। মহাকাশে ঘুরে ঘুরে সূর্য সম্পর্ক নানা তথ্য ইসরোর বিজ্ঞানীদের পাঠাবে আদিত্য এল১। উল্লেখ্য, সূর্যের তথ্য পেতে এই প্রথম কোনও কৃত্তিম উপগ্রহ মহাকাশে পাঠাতে চলেছে ইসরো। এই মিশন সফল হসে ইসরোর মুকুটে জুড়বে আরও একটি পালক।

জানা গিয়েছে, আদিত্য এল১ স্যাটেলাইটটি ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে এসে গিয়েছে। চন্দ্রযানের সাফল্য নিশ্চিত হতেই এবার সৌরযান নিয়ে কোমর কষবেন ইসরোর বিজ্ঞানীরা। জানা গিয়েছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিক্যাল বা পিএসএলভি রকেটের সাহায্যেই আদিত্যকে মহাকাশে পাঠাবে ইসরো।

সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছতে এই আদিত্যকে মহাকাশে পাঠানো হবে বলে জনা গিয়েছে। পৃথিবী থেকে এই স্থান ১.৫ মিলিয়ন কিলোমিটার দূরে। এখান থেকে সূর্যের নানান তথ্য সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত কছেন বিজ্ঞানীরা। এই ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছলে গ্রহণ-বিহীনভাবে সূর্যের ওপর নজরদারি চালাতে পারবে আদিত্য।

সূত্র: হিন্দুস্তান টাইমস।

Advertisement