Homeসব খবরআন্তর্জাতিকচাঁদের কক্ষপথে প্রবেশ করলো ভারতের চন্দ্রযান-৩

চাঁদের কক্ষপথে প্রবেশ করলো ভারতের চন্দ্রযান-৩

শনিবার ভারতের মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) নিশ্চিত করে জানায়, চন্দ্রযান-৩ ‘সফলভাবে চাঁদের কক্ষপথে প্রবেশ করানো হয়েছে’। ভারতের সর্বশেষ মহাকাশ মিশন চন্দ্রযান-৩ তিন সপ্তাহেরও বেশি সময় পর চাঁদের কক্ষপথে প্রবেশ করেছে।

যদি বর্তমান মিশনের বাকিটা পরিকল্পনামতো চলে, তাহলে মিশনটি ২৩ এবং ২৪ আগস্টের মধ্যে নিরাপদে চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছাবে।

চার বছর আগে ভারতের চন্দ্রযান-২ চাঁদে অবতরণ করতে ব্যর্থ হয়। সেবার অবতরণের কয়েক মুহূর্ত আগে যানটির সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইসরো দ্বারা তৈরি চন্দ্রযান-৩-এ বিক্রম নামে একটি ল্যান্ডার মডিউল রয়েছে, সংস্কৃতে যার অর্থ ‘বীর্য’ এবং প্রজ্ঞা নামে একটি রোভার, সংস্কৃতে যার অর্থ জ্ঞান। ভারতের জন্য এটি একটি বড় মাইলফলক, যারা তুলনামূলকভাবে কম বাজেটে উচ্চাভিলাষী মহাকাশ কর্মসূচি পরিচালনা করছে। শুধুমাত্র রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন এর আগে চন্দ্রপৃষ্ঠে সফলভাবে অবতরণ করতে পেরেছে।

এই মিশনে ভারতের মোট খরচ ৭৪ দশমিক ছয় মিলিয়ন ডলার, যা অন্যান্য দেশের তুলনায় অনেক কম এবং ভারতের মিতব্যয়ী মহাকাশ প্রকৌশলের প্রমাণ।

ইসরো প্রধান এস সোমানাথ বলেন, তার প্রকৌশলীরা আগের ব্যর্থ মিশনের ডেটা সাবধানতার সাথে অধ্যয়ন করেছেন এবং ত্রুটিগুলো ঠিক করার জন্য যথাসাধ্য চেষ্টা করেছেন।

Advertisement