Homeসব খবরক্রিকেটঘরোয়া ক্রিকেটে ভালো করলে আবারও ফিরিয়ে আনা হবে লিটন-সৌম্যকে...

ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আবারও ফিরিয়ে আনা হবে লিটন-সৌম্যকে : নান্নু

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ পড়েছেন লিটন দাস এবং সৌম্য সরকার। বিশেষ টি-টোয়েন্টি ক্রিকেটে থেকে এখন আর তাদেরকে বিবেচনা আনছে না নির্বাচকরা। তবে এখনো লিটন দাস এবং সৌম্য সরকারের উপর আস্থা রাখতে চান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

দল থেকে বাদ দিলেও তাদের ওপর বিশেষ নজর থাকবে তাদের। যে কারণে ঘরোয়া ক্রিকেট লীগে আবারো পারফরম্যান্স করে দেখাতে পারলে জাতীয় দলের দরজা খোলা রয়েছে এই দুই ব্যাটসম্যানের জন্য। জাতীয় দলে সুযোগ পেতে হলে আবারও ঘরোয়া ক্রিকেটে লীগে পারফরম্যান্স করে দেখাতে হবে তাদের।

ঘরোয়া ক্রিকেটে ভালো করলে আবার ফিরিয়ে আনা হবে লিটন দাস এবং সৌম্য সরকারকে। পাকিস্তান সিরিজের দল ঘোষণার সময় তিনি বলেছেন, ‘সামনে আমাদের বিপিএল আছে, ঘরোয়া ক্রিকেট আছে। সবাই পারফর্ম করবে”।

“কেউ তো নজরের বাইরে যাবে না। যারা বাইরে আছে তাদের চোখে চোখে রাখতে হবে, একটা প্রক্রিয়ায় রাখতে হবে। জাতীয় দলের পর ‘এ’ দলের প্রোগ্রাম চলছে, তারপর এইচপি আছে। যেখানে যাকে দরকার হবে, ওখানে রেখেই প্রস্তুত করা হবে।”

Advertisement