Homeফুটবলগোল নেই মেসির, জয়ও নেই মিয়ামির

গোল নেই মেসির, জয়ও নেই মিয়ামির

যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে যোগদানের পর এই প্রথম বিবর্ণ মেসিকে দেখা গেল। এই প্রথম দলটির হয়ে করতে পারেননি গোল। ন্যাশভিলের বিপক্ষে লিগস কাপের ফাইনালে খেলেছিল ইন্টার মিয়ামি। ২২ শটের টাইব্রেকার রোমাঞ্চ শেষে শিরোপা জিতেছিল লিওনেল মেসির দল। এগারো দিন পর মেজর লিগ সকারে সেই ন্যাশভিলের সঙ্গে গোলশূন্য ড্র করেছে মিয়ামি।

ইস্টার্ন কনফারেন্সে থাকা ক্লাবটি ২৪ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরে আছে। প্লে-অফ খেলতে হলে টেবিলের শীর্ষ নয় দলের ভেতর থাকতে হবে। বর্তমানে নয় নম্বরে থাকা নয় নম্বরে থাকা শিকাগো ফারায় এফসির পয়েন্ট ২৬ ম্যাচে ৩২। ন্যাশভিল সমান ম্যাচ খেলে ৩২ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে আছে। এক সপ্তাহ আগে মিয়ামির কাছে লিগস কাপের ফাইনালে হারা সিনসিনাটি ৫৭ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে। জয়বঞ্চিত হওয়ায় মিয়ামির প্লে-অফে ওঠার সম্ভাবনায় লেগেছে জোরালো ধাক্কা।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোরে ডিভিয়ার পিএনকে স্টেডিয়ামে ন্যাশভিলের বিপক্ষে ম্যাচ শুরুর আগে লিগস কাপের ট্রফি দর্শকদের সামনে প্রদর্শন করে মিয়ামি। খেলার ৬৯.১ শতাংশ সময় বল দখলে রেখেও মিয়ামি গোল আদায়ে হয় ব্যর্থ। দলটির হয়ে আগের নয় ম্যাচে ১১ গোল করেছিলেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা দশম ম্যাচে এসে প্রথমবার পাননি জালের দেখা। এদিন বিশ্বকাপজয়ী ফুটবলারের বাঁ পায়ে দেখা যায়নি কোনো জাদু।

ম্যাচের ৬০ মিনিট পর্যন্ত একটিও শট নিতে পারেনি মিয়ামি। এরপর ফ্রি কিকে এলএম টেন গোলের চেষ্টা করলেও বল প্রতিহত করেন প্রতিপক্ষের গোলরক্ষক ইলিয়ট প্যানিকো। ৬৯ মিনিটে ন্যাশভিলের হ্যানি মুখতার গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়। মেসি ৮৩ মিনিটে আবারো গোলের সুযোগ পেলেও তার নেয়া শট প্রতিপক্ষের ডিফেন্ডারের গায়ে লেগে ফেরে। যোগ করা সময়ের সপ্তম মিনিটে ৩৬ বর্ষী ফুটবলার পান আরেকটি সুযোগ। সার্জিও বুসকেটসের পাসে বল নিয়ে তার নেয়া ডান পায়ের শট পা দিয়ে ঠেকান প্যানিকো।

Advertisement