Homeসব খবরজেলার খবরগাবুরায় ৩ হাজার মানুষের জন্য মাংস-খিচুড়ির আয়োজন করলেন আর্জেন্টিনার...

গাবুরায় ৩ হাজার মানুষের জন্য মাংস-খিচুড়ির আয়োজন করলেন আর্জেন্টিনার সমর্থকরা

সাতক্ষীরার উপকূলীয় দ্বীপ ইউনিয়ন গাবুরায় তিন হাজার মানুষের ভূরিভোজের আয়োজন চলছে। রোববার (১৮ ডিসেম্বর) বিকেল থেকে শুরু হয়েছে রান্নার কার্যক্রম। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়েছে শহর থেকে গ্রামাঞ্চলে। অলিগলিতে চলছে বিশ্বকাপের ফাইনাল খেলা উপভোগের নানা আয়োজন।

আর একটু পরই রাত ৯টায় শুরু হবে আর্জেন্টিনা-ফ্রান্স ম্যাচটি। রাতে আর্জেন্টিনা ও ফ্রান্সের মধ্যকার ফাইনাল খেলাটি দেখার জন্য গাবুরা জিএলএম মাধ্যমিক বিদ্যালয় মাঠে দেয়া হয়েছে বড় পর্দা। পাশেই চলছে রান্নার আয়োজন। আর্জেন্টিনা সমর্থকদের পক্ষে বিশাল এ আয়োজনটি করছেন গাবুরা ইউনিয়নের সমাজসেবক জিএম শফিউল আযম লেলিন।

তিনি বলেন, বিশ্বকাপ ফুটবলকে ঘিরে সব শ্রেণিপেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা রয়েছে। ফাইনাল খেলা উপলক্ষে এ আয়োজন। তিন হাজার মানুষের জন্য গরুর মাংস দিয়ে খিচুড়ি রান্না হচ্ছে। খেলা শেষে সবাই একত্রিত হয়ে খাওয়া দাওয়া করবো। এ আয়োজনে খরচ হচ্ছে ৩৭ হাজার টাকা। টাকা কোন বিষয় নয়, সবাই মিলে আনন্দ উপভোগ করবো। আমরা আশাবাদী আর্জেন্টিনা এবার বিশ্বকাপ জিতবে।

Advertisement