Homeসব খবরবিনোদনগাড়ির পেছনের সিটে করে ছাগল নিয়ে আসি : মিষ্টি...

গাড়ির পেছনের সিটে করে ছাগল নিয়ে আসি : মিষ্টি জান্নাত

নায়ক শাকিব খান, উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় ও চিত্রনায়িকা তমা মির্জাকে ঘিরে ছিলেন তুমুল আলোচনায়। তার রেশ কাটতে না কাটতে নতুন করে সংবাদের শিরোনাম হলেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমার কোরবানি ঈদের সময় খুব কষ্ট লাগে। গরু, ছাগল এসব কাটলে আমার খুব মায়া লাগে। কারণ, আমি তো অনেকগুলো কুকুর-বিড়াল পালি, তাই ওদের কথা মনে পড়ে যায়।

এই অভিনেত্রী আরও বলেন, প্রতিবার কোরবানি ঈদে কী করি, গরু-ছাগল এগুলো আমার গাড়ির পেছনের সিটে করে নিয়ে আসি।

এরপর একটু থেমে মিষ্টি জান্নাত বলেন, গরু তো নিয়ে আসা সম্ভব হয় না। তবে ছাগল নিয়ে আসি। দেখা যায়, আমি সামনে বসি, ড্রাইভার পাশে, আর ছাগল পেছনের সিটে।

তিনি বলেন, ছোট থেকেই আমি হাটে যেতে পছন্দ করি। এখনও যাই। এবার হয়তো ঢাকাতে ঈদ করবো। একটা গরু কিনবো, সাথে ছাগল নিব। যদি উট পাই, তাহলে সেটাও নিতে পারি।

Advertisement