Homeসব খবরজেলার খবরগঙ্গাচড়ায় আখের বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

গঙ্গাচড়ায় আখের বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

আবহাওয়া অনুকূলে থাকায় আখের বাম্পার ফলন হয়েছে। চলতি বছর আখের দাম ভালো থাকায় খুশি চাষিরা। আখ চাষ লাভজনক হওয়ায় রংপুরের গঙ্গাচড়ায় বৃদ্ধি পেয়েছে আখ চাষ। উপজেলার ৯ ইউনিয়নের মধ্যে শুধু বেতগাড়ী ইউনিয়নে আখ চাষ হয়ে থাকে। চাষিরা প্রতি বছরই আখ তোলার পর রবিশস্য চাষ করে থাকেন। নভেম্বর-ডিসেম্বর মাসে আলুর সঙ্গে আখের চারা রোপণ করা হয়। আবার আলু তোলার পর সেখানে যে কোনো সবজি চাষ করেন। সবশেষ সেপ্টেম্বর মাসে আখ বিক্রি শুরু করেন।

চন্দনের হাট এলাকার চাষি মন্টু মিয়া বলেন, চলতি মৌসুমে ১ বিঘা জমিতে আখ চাষ করেছি। তাছাড়া এবার আখের ফলন ভালো হয়েছে। বর্তমানে প্রতি পিস আখ ৮ থেকে ১০ টাকা দরে বিক্রি করেছি। এখন পর্যন্ত প্রায় ১ লাখ টাকার আখ বিক্রি করেছি। যা অন্য যে কোনো সময় থেকে বেশি।

গঙ্গাচড়া বাজারে আখ বিক্রেতা শরিফুল ইসলাম বলেন, আমাদের এলাকার আখের চাহিদা এখন সুনাম রয়েছে আশেপাশে উপজেলায়। প্রতিদিন গড়ে ২০০ পিস আখ বিক্রি করেন। খরচ বাদে দিনে ৩০০ থেকে ৪০০ টাকা আয় হয় আমার। খলেয়া খাপড়িখাল ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, আখ চাষে চাষিরা এবার খুশি। দাম ভালো হওয়ায় লাভবান হচ্ছেন তারা।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শরিফুল ইসলাম বলেন, চলতি বছর ৭ হেক্টর জমিতে আখ চাষ হয়েছে। আখ চাষ লাভবান হওয়ায় চাষিদের আগ্রহ বেড়েছে। আশা করছি সামনে আর বাড়বে আখের চাষ।

Advertisement