Homeসব খবরজেলার খবরখুলনায় '৫ টাকায় রমজানের বাজার'

খুলনায় ‘৫ টাকায় রমজানের বাজার’

খুলনায় অসহায়, গরিব ও নিম্নআয়ের মানুষের জন্য ৫ টাকায় মিলছে মাসের বাজার। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন উই আর বাংলাদেশ’র (ওয়াব) এমন উদ্যোগে নগরীর খেটে খাওয়া এসব মানুষের মুখে হাসি ফুটেছে। পবিত্র রমজান মাস উপলক্ষে এই আয়োজন করা হয়।

গতকাল শনিবার মাত্র ৫ টাকা মূল্যে ৩ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি চিড়া, ১ কেজি চিনি, ৫০০ গ্রাম খেজুর, ১ কেজি মুড়ি, পেঁয়াজ ১ কেজি ও ৫০০ গ্রাম তেল বিতরণ করেন তারা। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মো. মোজাম্মেল হক বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।

তি‌নি জানান, সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন We Are Bangladesh (WAB) এর প্রতিষ্ঠাতা আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী কনস্টেবল এস.এম আকবর। পুলিশের চাকরির পাশাপাশি জনকল্যাণমূলক কাজের মাধ্যমে যে মানুষের পাশে দাঁড়ানো যায় সেটি তিনি উই আর বাংলাদেশ নামক সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে করে যাচ্ছেন। এটা মানবিক পুলিশিং কর্মকাণ্ডের একটি অংশ। এখানে শুধু পুলিশ সদস্যরাই নয়, সমাজের অন্যান্য শ্রেণি পেশার মানুষও এই মানবিক কর্মকাণ্ডে যুক্ত হয়েছেন। তিনি হতদরিদ্র ও ছিন্নমূল মানুষের মাঝে ‘ওয়াব’ এর ‘৫ টাকায় রমজানের বাজার’ শিরোনামে নিত্য প্রয়োজনীয় পণ্য বিতরণের উদ্যোগকে সাধুবাদ জানান।

তিনি আরও বলেন, এটি কোনো দান-সদকা নয়, এটি মানুষের পাশে দাঁড়ানোর জন্য ক্ষুদ্র প্রয়াস মাত্র। ভোগ্য পণ্যের মূল্য বৃদ্ধির কারণে যারা ঠিকমতো বাজার করতে পারছেন না তারা ৫ টাকার বিনিময়ে ওয়াব এর পক্ষ থেকে ৯টি নিত্যপ্রয়োজনীয় আইটেম পাচ্ছেন। এই সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনটি এরআগেও বিভিন্নভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা সংকটাপন্ন রোগীকে বিনামূল্যে রক্তদান, গৃহহীনদের গৃহনির্মাণ, ছাত্র-ছাত্রীদেরকে শিক্ষা উপকরণ কিনে দেওয়াসহ শিক্ষার খরচ বহন, দুস্থ রোগীদের বিনামূল্যে ওষুধ প্রদান, হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদের পুনর্বাসনের জন্য সেলাই মেশিন প্রদান করে এবং প্রাকৃতিক প্রতিটা দুর্যোগে তারা মানুষের পাশে থাকে।

কেএমপি কমিশনার বলেন, মানুষকে ভালোবাসার মাধ্যমেই পরমাত্মাকে তথা স্রষ্টাকে পাওয়া যায়। অসহায় মানুষের পাশে দাঁড়ানোও একটি ইবাদত।

Advertisement