Homeসব খবরক্রিকেটখন্দকার বংশের ছেলে সাকিব

খন্দকার বংশের ছেলে সাকিব

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (এআইইউবি) থেকে স্নাতক সম্পন্ন করেছেন সাকিব আল হাসান। গতকাল (১৯ মার্চ) সমাবর্তন হাজির হয়ে সনদ গ্রহণ করেন তিনি। সনদে গ্র্যাজুয়েটদের তালিকায় তার নাম দেখা যায় ‘খন্দকার সাকিব আল হাসান’ হিসেবে। যদিও সবাই তাকে চেনেন বাংলাদেশ ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসান নামেই। অনেকেরই জানা তার বংশের নাম। এবার গ্র্যাজুয়েট সনদ নিতে এসে প্রকাশ পেল সাকিবের পুরো নাম।

বেসরকারি এই বিশ্ববিদ্যালয় থেকে ২০০৯-১০ সেশন থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) ডিগ্রি সম্পন্ন করেছেন ক্রিকেটার সাকিব। সনদ গ্রহণ শেষে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন। বেশ দেরিতে হলেও অবশেষে সাকিব এখন গ্র্যাজুয়েট। আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) থেকে বিবিএ (স্নাতক) সম্পন্ন করেছেন ৩৫ বছর বয়সী সাকিব।

২০০৯-১০ সেশনে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (বিবিএ) ভর্তি হন সাকিব। ১৪ বছর পর গ্র্যাজুয়েট হলেন তিনি। রবিবার এআইইউবি-এর সমাবর্তনে অংশ নিয়ে সাকিব বলেন, ‘অনেক বছর হয়েছে আমার ক্রিকেট খেলার, তখনো আম্মা যখন ফোন করতেন, জিজ্ঞেস করতেন যে পড়াশোনার কী অবস্থা। আজকে আমি খুবই খুশি, খুবই আনন্দিত এবং খুবই গর্বিত যে অবশেষে আমার স্বপ্ন একটা পূরণ হলো। খেলার মাঠে হয়তো বেশি কিছু অর্জন আছে আমার, তবে এটা সব সময় আমার স্বপ্ন ছিল।’

সাকিব আল হাসানের সমাবর্তনে অংশ নেওয়ার ছবি, ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে বেড়াচ্ছে। যেখানে সমার্তনের বিশেষ পোশাক পরা অবস্থায় দেখা যায় তাকে।

Advertisement