Homeঅন্যান্যকেজিতে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে রূপচাঁদা মাছের দাম

কেজিতে ৫০০ টাকা পর্যন্ত বেড়েছে রূপচাঁদা মাছের দাম

রাজধানীর বিভিন্ন বাজারে রূপচাঁদা মাছের দাম বেড়েছে। এক মাসের ব্যবধানে কেজিতে ৫০০ টাকা বাড়ায় ক্রেতারা ভোগান্তিতে পড়েছে। বাজারের প্রায় প্রতিটি পণ্যের দাম আকাশ ছোঁয়া। মাছের বাজারেও একই অবস্থা। লাগামহীন ভাবে বাড়ছে মাছের দাম।

সরেজমিনে রাজধানীর কারওয়ান বাজার, হাতিরপুল, রামপুরা, মগবাজার, ফার্মগেট এলাকার মাছ বাজার ঘুরে দেখা গেছে, ছোট রূপচাঁদা মাছ প্রতি কেজি ১২০০-১৩০০ টাকায় বিক্রি হচ্ছে। যা মাসের ‍আগস্ট মাসের শুরুতে প্রতি কেজি রূপচাঁদা ৭৫০-৮০০ টাকায় বিক্রি হতো। আর এখন বড় রূপচাঁদা প্রতি কেজি ১৬০০-১৭০০ টাকা কেজি হচ্ছে। যা ১১০০-১২০০ টাকায় বিক্রি হতো। রূপচাঁদা মাছের পাশাপাশি অন্য মাছের দামও বেড়েছে। ১ কেজি ওজনের ইলিশ ১৭৫০-১৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। যার আগের দর ছিল ১৩০০-১৪০০ টাকায়।

হাতিলপুল বাজারের মাছ বিক্রেতা সজিব আহমেদ বলেন, অতিরিক্ত ভাড়া দিয়ে আমাদের মাছ আনতে হয়। জ্বালানী তেলের দাম বাড়ার অযুহাত দিয়ে আমাদের থেকে বেশি টাকা ভাড়া নেওয়া হচ্ছে। তাই সব মিলিয়ে মাছের দামের উপরে প্রভাব পড়েছে। ফার্মগেট বাজারের মাছ বিক্রেতা আজিজুল বলেন, ট্রাক চালকরা আমাদের থেকে ন্যায্য ভাড়া নিচ্ছেনা। অতিরিক্ত ভাড়ার নেওয়ার কারণে খরচ বেড়ে যাওয়ায় তার প্রভাব মাছের উপর পড়েছে। আমাদের সার্বিক খরচ কমলেই মাছের দাম কমে যাবে।

ক্রেতা ফরহাদ হোসেন বলেন, মাছের বাজারে এসে দাম শুনে মাথা ঘুরে পড়ে যাওয়ার মতো অবস্থা। যে রূপচাঁদা মাছ ৮০০ টাকা কেজি কিনেছি, সেই মাছই এখন ১২০০ টাকা দিয়ে কিনতে হচ্ছে। বাজারের এই বেহালদশায় আমাদের ভাবার মতো কেউ নেই।

Advertisement