Homeসব খবরজেলার খবরকুড়িয়ে পাওয়া আইফোন ফেরত দিলেন রিকশাচালক, বিস্মিত পুলিশ

কুড়িয়ে পাওয়া আইফোন ফেরত দিলেন রিকশাচালক, বিস্মিত পুলিশ

কুড়িয়ে পাওয়া লাখ টাকা দামের একটি আইফোন পুলিশের মাধ্যমে মালিককে ফেরত দিয়ে অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন রাজশাহী মহানগরীর রিকশাচালক মো. আতোয়ার। রিকশাচালকের এমন সততায় বিস্মিত পুলিশ সদস্যরা। আরটিভি নিউজ

গত রোববার (১৪ নভেম্বর) আইফোন-১১ মডেলের দামি ফোনটি তিনি নগর পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে জমা দেন। সোমবার (১৫ নভেম্বর) দুপুরে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে সাইবার ক্রাইম ইউনিট ফোনটির মালিক ডা. মো. ফাহাদ ইবনে মাহাফুজের নিকট হস্তান্তর করেন।

রিকশাচালক মো. আতোয়ার বলেন, গত ১০ নভেম্বর সন্ধ্যায় মোবাইল ফোনটি শহরের নিউমার্কেট এলাকায় কুড়িয়ে পাই। কিন্তু তাৎক্ষণিকভাবে আমি সেখানে মালিককে খোঁজাখুঁজি করেও পাইনি। শেষ পর্যন্ত মালিককে খুঁজে না পাওয়ায় নগর পুলিশের নিকট মোবাইলটি জমা দেই।

বিষয়টি নিশ্চিত করে সাইবার ক্রাইম ইউনিটের ইনচার্জ উৎপল কুমার বলেন, ওই রিকশাচালক মোবাইল ফোনটি পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে জমা দিলে তাৎক্ষণিকভাবে এ নিয়ে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয়। অবশেষে সোমবার (১৫ নভেম্বর) দুপুরে মোবাইলের প্রকৃত মালিক ডা. মো. ফাহাদ ইবনে মাহাফুজের নিকট হস্তান্তর করা হয়।

Advertisement