Homeঅন্যান্যকিছুতেই প্রেম জুটছে না, জেনে নিন প্রেম নিবেদনের রোমান্টিক...

কিছুতেই প্রেম জুটছে না, জেনে নিন প্রেম নিবেদনের রোমান্টিক উপায়

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ভ্যালেন্টাইনস সপ্তাহ। যারা সত্যিকারের প্রেমের সন্ধান করছেন তারা এই সময়টাকে কাজে লাগাতে পারেন, মনের মানুষকে ভালোবাসার কথা জানাতে পারেন। সত্যিকারের ভালোবাসা পাওয়ার আকাঙ্ক্ষা সবারই থাকে। অধিকাংশ মানুষ তা পেয়েও যায়। তবে অনেক চেষ্টার পরও কিছু মানুষের সত্যিকারের ভালোবাসা পেতে অসুবিধা হয়, আবার অনেকে ভালোবাসার মানুষকে জনাতেই ভয় পায় তার ভালোবাসার কথা। ভালোবাসার মানুষকে আপনি ৭ রোমান্টিক উপায়ে মনের কথা জানাতে পারেন।

মিউজিক্যাল কার্ড: আজকাল কার্ডের প্রচলন একদমই হারিয়ে যাচ্ছে। তবে হারিয়ে গেলেও উপহারের দোকানগুলোতে নানান রকমের কার্ড এখনও পাওয়া যায়। যেই কার্ডের সঙ্গে আপনার মনের কথাগুলো মিলে যায় সেটাতেই ভালোবাসার কথা লিখে প্রিয় মানুষটিকে উপহার দিন। দিতে পারেন মিউজিক্যাল কার্ড। অনেক কার্ড পাওয়া যায় যেগুলোতে নিজের আওয়াজ রেকর্ড করা যায়। এমন কার্ড কিনে নিজের কণ্ঠে ভালোবাসার কথা লিখে উপহার দিন মানুষটিকে। ভালোবাসার কথা ভিন্নভাবে জানাতে চাইলে এটা বেশ ভালো উপায় হবে।

নিজের কণ্ঠে ভালোবাসার গান দিয়ে: আপনি গান গাইতে পারেন? কিংবা গিটার? যদি গান পেরে থাকেন তাহলে প্রিয় মানুষটিকে একটি সুন্দর ভালোবাসার গান গেয়ে শুনিয়ে দিন। তাকে বলুন যে গানের কথাগুলো আপনি তাকে উৎসর্গ করেছেন। আর যদি আপনি গান গাইতে না পারলে রেডিওতে কিংবা মোবাইলের ওয়েলকাম টিউনের সাহায্যেও প্রকাশ করতে পারেন ভালোবাসা।

প্রেমের কথা ছাপানো ফুল দিয়ে: পছন্দের কারও কাছ থেকে ফুল পেতে সবারই ভালো লাগে। আপনার পছন্দের মানুষটিকে তাহলে ফুল দিয়েই ভালোবাসার কথা জানিয়ে দিন। ফুল দিয়ে ভালোবাসার কথা জানানোর পদ্ধতিটা পুরোনো হলেও এর আবেদন কখনোই কমবে না। তাই ভালোবাসা দিবসে একগুচ্ছ লাল গোলাপ দিয়ে প্রিয় মানুষকে ভালোবাসার কথা জানিয়ে দিতে পারেন।

প্রেজেন্টেশন করে: প্রিয় মানুষটির জন্য সুন্দর করে একটি প্রেজেন্টেশন বানিয়ে ফেলুন। ভালোবাসার কিছু কথা এবং দুজনের কিছু ছবিও দিয়ে বানাতে পারেন প্রেজেন্টেশন। এরপর সেটাকে সিডি কিংবা ডিভিডিতে রাইট করে তাকে উপহার দিন। কিংবা বন্ধুদের মাঝে বেশ আয়োজন করে প্রদর্শনীর ব্যবস্থাও করতে পারেন। আপনার ভালোবাসা প্রকাশের এই পদ্ধতি দেখে আপনার প্রিয় মানুষটির মন ছুঁয়ে যাবে।

বিশেষ একটি কেক: ভালোবাসা দিবসে প্রিয় মানুষটির সঙ্গে নিশ্চয়ই দেখা করবেন? একটি হার্ট শেপ কেক কিনে নিয়ে যান তার কাছে। কেকের ওপর লিখে জানিয়ে দিন তাকে ভালোবাসার কথাগুলো। খুব ভালো হয় যদি কেকটি তার পছন্দের রং কিংবা প্রিয় মুহূর্তের ছবি দিয়ে অর্ডার করা যায়। আপনার এই প্রেম নিবেদন ব্যর্থ না হওয়ার সম্ভাবনাই বেশি।

মোমবাতি অথবা ফুল দিয়ে সাজিয়ে: ভালোবাসার মানুষটিকে চমকে দিতে মোমবাতি অথবা ফুলের পাপড়ি দিয়ে হার্ট একে ভালোবাসার কথা জানিয়ে দিন। এই কাজে বাড়ির ছাদ বা বাগান খুব চমৎকার কাজে আসবে। আপনার নিজের হাতে যত্ন করে করা এই ভালোবাসার নিদর্শন আপনার প্রিয় মানুষটির অবশ্যই ভালো লাগবে।

নিজের হাতে ছোট্ট চিরকুটে লিখে: প্রিয় মানুষটিকে ভালোবাসার কথা জানিয়ে ছোট ছোট চিরকুট লিখুন। এরপর সেগুলো তার চোখে পড়ার সম্ভাবনা থাকে এমন কোথাও রেখে দিন। হঠাৎ করে ভালোবাসার কথা লেখা এই চিরকুট পেয়ে প্রিয় মানুষটি মুগ্ধ হবেই।

Advertisement