Homeফুটবলকার হাতে উঠুবে ট্রফি?

কার হাতে উঠুবে ট্রফি?

রাত পোহালেই আর্জেন্টিনা- ব্রাজিলের ম্যাচ। কোপা আমেরিকার শ্রেষ্ঠত্বের মুকুট পরবে আর্জেন্টিনা কিংবা ব্রাজিল। দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা মেসির হাতে উঠবে? নাকি সেখানে জল ঢালবে বন্ধু নেইমার! তারই জবাব মিলবে ব্রাজিলের মারকানার ফাইনালে।

কিন্তু যে ব্রাজিলে খেলা হচ্ছে সে দেশেই সমর্থকদের একাংশ চান, দেশ হেরে যাক কোপা আমেরিকা ফাইনালে। ট্রফি উঠুক মেসির হাতে। আর তাতেই রেগে গেছেন নেইমার।

ব্রাজিলের জনপ্রিয় এক টিভি চ্যানেলের সাংবাদিক খোলাখুলিভাবেই আর্জেন্টিনাকে সমর্থন দিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, ‘রাস্তায় আমার দিকে পাথর ছোড়ার আগে নিজের কথাটা বলতে দাও। আমি ব্রাজিলকে, ব্রাজিলের ফুটবলকে ভালোবাসি। আমার অনেক আর্জেন্টিনীয় বন্ধু রয়েছে। ওদের জন্য আমি আর্জেন্টিনাকে সমর্থন করছি না। আমি সমর্থন করছি কারণ, আমি ফুটবল ভালোবাসি এবং মনে করি মেসির হাতে অন্তত একবার কাপ ওঠা উচিত’।

ব্রাজিলের ওই সাংবাদিকের এমন পোস্ট দেখে জবাব দিয়েছেন নেইমার নিজেই। ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, ‘দেখে খারাপ লাগে যে অনেক ব্রাজিলীয়, বিশেষত সংবাদমাধ্যম মানুষ আমাদের বিরুদ্ধে কথা বলে এবং ব্রাজিলকে জিততে দেখতে চায় না। দেশের জন্য কোনও গর্ব হয় না ওদের। যত কঠিন পরিস্থিতিতেই আমরা থাকি না কেন, ব্রাজিলের খেলা সমর্থকদের শক্তি এনে দেয়’।

Advertisement