Homeফুটবলকাতার বিশ্বকাপে বিলাসবহুল প্রমোদতরীতে থাকবেন ফুটবলারদের সঙ্গিনীরা

কাতার বিশ্বকাপে বিলাসবহুল প্রমোদতরীতে থাকবেন ফুটবলারদের সঙ্গিনীরা

কাতার বিশ্বকাপ ফুটবলের ক্ষণগণনা শুরু হয়েছে ইতোমধ্যে। পুরো বিশ্বই মেতে উঠে এই সময়। ফুটবলের আয়োজনকে কেন্দ্র করে ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ উচ্ছ্বাস বিরাজ করছে এখন। কেউ কেউ তো মাতৃভূমি ছেড়ে কাতারে পাড়ি জমাবেন স্টেডিয়ামে বসে খেলা দেখার জন্য।

বিশ্বকাপে অংশ নেয়া দেশগুলোর ফুটবলাররা কাতার পাড়ি জমাবেন। তাদের সঙ্গে থাকবে স্ত্রী ও প্রেমিকারাও। এর থেকে ইংল্যান্ডের ফুটবলারদের সঙ্গিনীরাও আলাদা নয়। আর তাদের জন্য থাকছে ব্যয়বহুল প্রমোদতরী।

২০ নভেম্বর শুরু হবে কাতার বিশ্বকাপ ফুটবল। এ সময় কাতারে ইংল্যান্ডের ফুটবলাররা তাদের স্ত্রী ও প্রেমিকা নিয়ে যাবেন। কিন্তু তারা এক ছাদের তলায় থাকতে পারবেন না। তবে ফুটবলারদের স্ত্রী-প্রেমিকাদের থাকার জন্য বিশেষ ব্যবস্থা থাকছে। আর এটা বিলাসবহুল কোনো হোটেল নয়। প্রমোদতরীতে থাকবেন খেলোয়াড়দের সঙ্গিনীরা।

প্রমোদতরী – সংগৃহীত ছবি

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন থেকে জানা গেছে, প্রমোদতরী জাহাজটি দেখলে চোখ ধাঁধাবে সবার। সেখানে বিনোদনের জন্য যাবতীয় সব ব্যবস্থা করা আছে। যার নাম ‘এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা’। এটি কোনো একটা জায়গায় নোঙর করা থাকবে। সেখানেই বিশ্বকাপ চলাকালীন রাত কাটাবেন ফুটবলারদের সঙ্গিনীরা।

প্রমোদতরী – সংগৃহীত ছবি

জানা গেছে, ‘এমএসসি ওয়ার্ল্ড ইউরোপা’ প্রমোদতরীটির দাম প্রায় ৯ হাজার কোটি টাকারও বেশি। নাম দেয়া হয়েছে ‘ভাসমান প্রাসাদ’। ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা যেন কখনো মনে না করেন যে, তারা প্রমোদতরীতে রয়েছে কিংবা বিলাসবহুল ব্যবস্থায় কোনো কিছুর ঘাটতি রয়েছে। এ কারণে সেখানে সেলুন, বুটিক, রেস্তোরাঁ ও পানশালা রয়েছে।

প্রমোদতরী – সংগৃহীত ছবি

এদিকে কাতারে মদ পান নিয়ে কঠোরতা রয়েছে। কিন্তু ওই প্রমোদতরীতে অবস্থানকারী ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকারা মদ পান করতে পারবেন। তবে কেউ কেউ ধারণা করছেন, বিশ্বকাপে যদি ইংল্যান্ড ভালো করে, তাহলে সেই জয়ের আমেজে মেতে উঠতে পারে প্রমোদতরী।

প্রমোদতরীতে শুধুই স্ত্রী বা প্রেমিকা নয়, সঙ্গে ফুটবলারদের সন্তান ও পরিবারের সদস্যরাও থাকার সুযোগ পাবেন। সন্তানদের জন্য থাকছে একাধিক মনোরঞ্জনের ব্যবস্থা। বাস্কেটবল, বাম্পার কার, রোলার ডিস্কো রিস্ক ইত্যাদি। ‘ভাসমান প্রাসাদে’ একটি কেবিনে রয়েছে ডবল বেড ও বাঙ্ক। সেখানে চারজন মানুষ ভালোভাবে ঘুমাতে পারবেন। ওই কেবিনে যদি একজন মানুষ চার রাত কাটাতে চান তাহলে প্রতি রাতের জন্য গুণতে হবে ৪৫ হাজার টাকারও বেশি। প্রমোদতরীটিতে যদি স্যুটে কেউ থাকেন, সে ক্ষেত্রে প্রতি রাতের জন্য গুণতে হবে এক লাখ ৭৫ হাজার টাকারও বেশি।

প্রমোদতরী – সংগৃহীত ছবি

তবে ওই প্রমোদতরীতে ফুটবলাররা যেতে পারবেন না। বিশ্বকাপ চলাকালীন ফুটবলারদের সঙ্গিনীদের সঙ্গে থাকতে পারবেন না তারা। কেননা, বিগত সময়ে সঙ্গিনীদের সঙ্গে থাকার বিষয়ে বেশ চর্চা হয়েছে। সেই সময় খেলার থেকে বেশি চর্চায় ছিল সঙ্গিনীদের সঙ্গে থাকার ইস্যু। এ কারণে এবার চর্চা এড়াতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

ইংল্যান্ডের ফুটবলাররা দোহার কাছে ‘সুক আল ওয়াকরা’ হোটেলে থাকবেন। সেখানে দলের কোচ ও কর্মীরাও থাকবেন। ওই হোটেলে তাদের জন্য সব ব্যবস্থাই রয়েছে। বিশ্বকাপ ফুটবল শুরু হওয়ার আগে এখন ইংল্যান্ডের ফুটবলারদের স্ত্রী ও প্রেমিকাদের জন্য বিলাসবহুল প্রমোদতরীর বিষয়টি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Advertisement