Homeফুটবলকলকাতায় কিংবদন্তি রোনালদিনহো, ঢাকা আসবেন কবে!

কলকাতায় কিংবদন্তি রোনালদিনহো, ঢাকা আসবেন কবে!

রোববার (১৫ অক্টোবর) সন্ধ্যায় কলকাতার দমদম স্টেডিয়ামে অবতরণ করে রোনালদিনহোকে বহনকারী বিমানটি। ওই সময় বিমানবন্দরের অবস্থা দেখে বোঝার উপায় ছিল না সেটি ভারত না ব্রাজিল। কিংবদন্তি এই ফুটবলারকে বরণ করে নিতে হাজারও কলকাতাবাসী ব্রাজিলের পতাকা নিয়ে উপস্থিত হন বিমানবন্দরে।

ব্রাজিলিয়ান সাবেক এই তারকাকে বরণ করে নিতে এ সময় উপস্থিত ছিলেন রাজ্যের ফায়ার সার্ভিসমন্ত্রী সুজিত বসু। বিশ্বকাপের রেপ্লিকা রোনালদিনহোর হাতে তুলে দিয়ে তিনি স্বাগত জানান সাবেক বিশ্বকাপজয়ী এই ফুটবলারকে।

রোববার সন্ধ্যায় কলকাতায় পৌঁছনোর পর তিনি বিশ্রামে ছিলেন। আজ (১৬ অক্টোবর) সকাল থেকেই ব্যস্ততা শুরু হয় রোনাদিনহোর। একদিকে ওয়ানডে বিশ্বকাপ, আরেকদিকে হি’ন্দুধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধ’র্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা। এত বড় দুটি উৎসবের ভেতর প্রথমবারের মতো ভারতে এসেছেন কিংবদন্তি ব্রাজিলিয়ান ফুটবলার রোনালদিনহো।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, রাজারহাটে নিজের নামাঙ্কিত ফুটবল অ্যাকাডেমিতে যান রোনালদিনহো। এরপর শ্রীভূমি, আহিরিটোলায় পূজায় উপস্থিত হন। পরে তিনি দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে জার্সি উপহার নিয়ে হাজির হন রোনালদিনহো। আগামী ১৮ অক্টোবর ভোরে প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে পা রাখবেন এই ব্রাজিলিয়ান তারকা।

Advertisement