Homeসব খবরক্রিকেটওরা দুইজন আমাদের কোনো সুযোগই দেয়নি যা ছিল অবিশ্বাস্য...

ওরা দুইজন আমাদের কোনো সুযোগই দেয়নি যা ছিল অবিশ্বাস্য : আফগানিস্তানের অধিনায়ক

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মুখোমুখি হয় বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে গতকাল বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ফিল্ডিং করে আফগানিস্তানকে ২১৫ রানেই অল আউট করেছে বাংলাদেশ। জবাবে, ব্যাটিং করতে নেমে ৪৮.৫ ওভার খেলে ৬ উইকেট হারিয়ে ২১৯ রান সংগ্রহ করে বাংলাদেশ ফলে ৪ উইকেটে জয় পায় বাংলাদেশ।

২১৬ রানের টার্গেটে দলীয় ৪৫ রানের মধ্যে ছয়টি উইকেট তুলে নেওয়ার পর কে ভাবেন এই ম্যাচ হেরে যাবে তারা। অবিশ্বাস্য মনে হলেও গতকাল এমনটাই হয়েছে আফগানিস্তানের বিপক্ষে। যেটা কিছুতেই মানতে পারছেন না আফগানিস্তানের অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি।

যেখানে তার দলে রয়েছেন বর্তমান সময়ের সেরা স্পিনাররা। রাশিদ খান, মুজিবুর রহমান এবং মোহাম্মদ নাবি যেকোনো ব্যাটিং লাইনআপকে ধরিয়ে দিতে পারেন তারা এই তিনজন। কিন্তু তারা গতকাল আউটই করতে পারেননি আফিফ হোসেন এবং মেহেদী হাসান মিরাজকে।

আফগান অধিনায়ক হাশমতুল্লাহ শহীদি বলেন, “আমাদের শুরুটা ভালো ছিল। কিন্তু বাংলাদেশের খেলোয়াড়রা কোনো সুযোগ ছাড়াই খুব ভালো খেলেছে, যা ছিল অবিশ্বাস্য। ফজল যেভাবে শুরু করেছিল তা সত্যিই অভূতপূর্ব। তবে এটি ছিল মাত্র শুরু। ফজল যেভাবে শুরু করেছিল তা সত্যিই অভূতপূর্ব। তবে এটি ছিল মাত্র শুরু। সামনে আরও দুটি খেলা বাকি আছে। সেখানে আমরা ফিরে এটি ফিলআপের চেষ্টা করব।”

Advertisement