Homeঅন্যান্যএবার হেলিকপ্টারে বউ এনে শখ মেটালেন বর

এবার হেলিকপ্টারে বউ এনে শখ মেটালেন বর

হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে শরীয়তপুরের নড়িয়ায় বাড়ি ফিরেছেন নিলয় হাসান নামে এক ইতালি প্রবাসী যুবক। জানা গেছে, দীর্ঘদিনের ইচ্ছা ছিল বিয়ে করে স্ত্রীকে নিয়ে হেলিকপ্টারে চড়ে বাড়ি ফিরবেন। নিজের সেই স্বপ্ন অবশেষে পূরণ করলেন প্রবাসী নিলয়।

এদিকে, বর নিলয় হাসান (৩৫) নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহিরকুশিয়া এলাকার মৃত আবুল কাশেম ছৈয়ালের ছেলে। অন্যদিকে কনে সাবিনা আক্তার (২৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চড়াইল্লাপুরের সাদেক হাওলাদারের মেয়ে।

গতকাল শুক্রবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঢাকা হাজিক্যাম্পে একটি হোটেলে বিয়ে সম্পন্ন করেন তারা। বিয়েতে দুই পরিবারের লোকজন উপস্থিত ছিলেন। এর আগে ইতালি থেকে রওনা দিয়ে গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন নিলয়। বিয়ে সম্পন্ন শেষে দুই ঘণ্টার জন্য ১ লাখ ১৫ হাজার টাকা দিয়ে হেলিকপ্টার ভাড়ায় এনে চড়েন বর আর নববধূ।

পরে বরের নিজ বাড়ি শরীয়তপুরের ঘড়িষার এলাকার উদ্দেশ্যে রওনা হয়ে বিকেলে ডিঙ্গামানিক ইউনিয়নের পন্ডিতসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অবতরণ করেন। এ সময় আশপাশের এলাকা থেকে হাজারো উৎসুক জনতা হেলিকপ্টার দেখতে ভিড় জমান। পরে পরিবার ও আত্মীয়-স্বজন বর ও নববধূকে ফুল দিয়ে বরণ করেন।

নিলয় হাসানের বোন সুরমা বেগম বলেন, আমরা ১০ ভাই বোনের মধ্যে নিলয় সবার ছোট। ও আমাদের ভীষণ আদরের। ওর অনেক দিনের ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে বাড়ি ফিরবে। ওর ইচ্ছে পূরণ হওয়ায় আমরা ভীষণ খুশি।

বর নিলয় হাসান বলেন, আমি দীর্ঘ ১৮ বছর ধরে ইতালি থাকি। আমার ইচ্ছা পূরণ করতে হেলিকপ্টারে চড়ে বউ নিয়ে বাসায় ফিরেছি। হেলিকপ্টারটি ঢাকা থেকে ভাড়া করা হয়েছে। আমার দীর্ঘদিনের ইচ্ছা আজ পূরণ হয়েছে। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন।

নববধূ সাবিনা আক্তার বলেন, আমার ভীষণ ভালো লেগেছে। কখনো স্বপ্নেও ভাবিনি আমার বর এমন একটা আয়োজন করবে। আমি সত্যিই খুব আনন্দিত।

Advertisement