Homeসব খবরক্রিকেটএবার সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড গড়লেন সাদমান

এবার সর্বোচ্চ ক্যাচ ধরার রেকর্ড গড়লেন সাদমান

নিউজিল্যান্ডে মাউন্ট মঙ্গানুইতে ফিল্ডার হিসেবে ৪ ক্যাচ নিলেন সাদমান। বাংলাদেশের টেস্ট ইতিহাসে ফিল্ডার হিসেবে ৪টির বেশি ক্যাচ নেওয়ার রেকর্ড নেই। গ্রাউন্ড ফিল্ডিংয়ে বেশ কিছুদিন ধরেই দারুণ খারাপ সময় কাটাচ্ছিল বাংলাদেশ। বারবার ক্যাচ মিস যেন নিয়মিত অংশ হয়ে যায় টাইগার ক্রিকেটারদের। সাদমান নিশ্চয়ই এই জায়গায় ব্যতিক্রম।

সাদমানের আগে সৌম্য ২০১৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে ফিল্ডার হিসেবে ৪ ক্যাচ নিয়েছিলেন।প্রথম দিন রস টেলরের উইকেট নিয়ে ক্যাচ নেওয়া শুরু করেন সাদমান। আর আজ দিনের শুরুতেই তৃতীয় স্লিপে দারুণ ক্যাচ নেন। সামনে ঝাঁপিয়ে রাচীন রাবিন্দ্রার ক্যাচ নেন তিনি। এরপর তার শিকার কাইল জেমিনসন ও হেনরি নিকোলস। জেমিনসনের ক্যাচ নিয়েছেন লং অনে। নিকোলসের ক্যাচ ব্যাকওয়ার্ড পয়েন্টে।

বাংলাদেশের হয়ে টেস্টে নন-কিপারদের মধ্যে ইনিংসে সবচেয়ে বেশি ক্যাচ:

৪টি- সৌম্য সরকার – প্রতিপক্ষ শ্রীলঙ্কা – ২০১৭ – কলম্বো

৪টি- সাদমান ইসলাম – প্রতিপক্ষ নিউ জিল্যান্ড – চলতি টেস্ট – মাউন্ট মঙ্গানুই

৩টি – আল শাহরিয়ার (২০০০), আমিনুল ইসলাম (২০০২), রাজিন সালেহ (২০০৩), মাহমুদউল্লাহ (২০১৪), মুশফিকুর রহিম (২০১৮), লিটন দাস (২০১৮), সৌম্য সরকার ৯২০১৯), মুমিনুল হক (২০১৯), নাঈম হাসান (২০২০)।

Advertisement