Homeসব খবরক্রিকেটএবার বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ম্যাককালাম

এবার বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ ম্যাককালাম

এবার নিউজিল্যান্ডে দাপুটে দিন কাটালো বাংলাদেশ। নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যককালাম বাংলাদেশের ক্রিকেটের সমালোচক হিসেবেই পরিচিত। গত ওয়ানডে বিশ্বকাপের আগে তো তাঁর মন্তব্য ঘিরে তুলকালাম হয়েছিল। এবার সেই নিউজিল্যান্ড সফরে গিয়ে সাদা পোশাকে গত দুই দিন দারুণ পরাফর্ম করেছে বাংলাদেশ দল।

আজ প্রথম টেস্টের দ্বিতীয় দিন কিউইদের সাড়ে তিন শর নিচে প্যাকেট করে দিনশেষে ২ উইকেটে ১৭৫ রানের শক্তিশালী অবস্থানে আছে বাংলাদেশ। এমন পারফরম্যান্স দেখে টাইগারদের প্রশংসায় পঞ্চমুখ ব্রেন্ডন ম্যাকাকালাম। মাউন্ট মঙ্গানুই টেস্টের প্রথম দিনে ৫ উইকেটে ২৫৮ তোলা নিউজিল্যান্ড আজ মাত্র ৭০ রান যোগ করে গুটিয়ে যায়। ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ডের ভয়ংকর সব ফাস্ট বোলারদের সামনে অসাধারণ ব্যাটিং প্রদর্শনী দেখান নবাগত মাহমুদুল হাসান জয় এবং নাজমুল হোসেন শান্ত।

শেষ বেলায় শান্ত আউট হলেও মাহমুদুল ২১১ বলে ৭০* রানে অপরাজিত আছেন। ম্যাককালামের মতে, আজকের দিনটি নিউজিল্যান্ডের মাটিতে বাংলাদেশের অন্যতম সেরা দিন। দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাককালাম বলেন, ‘নিউজিল্যান্ডের বোলাররাও বাংলাদেশ দলের টপ অর্ডারের ওপর দাপট দেখাতে পারেনি। আমার মনে হয় বাংলাদেশের জন্য আজকের দিনটা নিউজিল্যান্ডের মাটিতে অন্যতম সেরা দিন। নিউজিল্যান্ডকে গত দুই দিন খুব বিবর্ণ মনে হয়েছে। মৌসুমের প্রথম ম্যাচে এমন হতে পারে।

তবে তারা নিজেদের হতাশ করেছে। আজ নিশ্চয়ই ওরা বোলিংয়ে নেমে বুঝতে পেরেছে যে উইকেট একদম ফ্ল্যাট। এমন উইকেটেই ওরা ৭০ রানে ৫ উইকেট হারিয়েছে ! এটা অনেক বড় ধাক্কা ছিল।’

Advertisement