Homeঅন্যান্যএবার খালে মিলল এক কেজির ইলিশ

এবার খালে মিলল এক কেজির ইলিশ

শনিবার বিকেলে উপজেলার পূর্ব ডাসার স্লুইচগেট এলাকায় ব্যাবাইজ্জার খালে জেলের জালে ধরা পড়ে ইলিশটি। এ নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকায়। স্থানীয়রা জানায়, বিকেলে পূর্ব ডাসার স্লুইচগেট এলাকায় একটি খালে জাল ফেলেন জেলে মো. ইউসুফ ব্যাপারী। কিছুক্ষণ পর জাল টানতেই এক কেজি ওজনের ইলিশ মাছটি দেখেন তিনি। খবরটি ছড়িয়ে পড়লে মাছটি দেখতে ভিড় জমান আশপাশের লোকজন। মাদারীপুরের ডাসারে খালে মিলেছে ইলিশ মাছ।

জেলে ইউসুফ ব্যাপারী বলেন, জীবনেও কল্পনাও করিনি খালে ইলিশ মাছ পাবো। বিষয়টি আসলেই অন্যরকম।স্থানীয় বাসিন্দা মিঠু বলেন, প্রতি বছর বর্ষা মৌসুম শেষ হলে আমদের বাড়ির পাশের খালটিতে মাছ ধরেন জেলেরা। এ খালে ছোট-বড় বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ পাওয়া যায়। অবিশ্বাস্য হলেও এ প্রথম ইলিশ মিলেছে।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বলেন, নদীর সঙ্গে খালটির সংযোগ থাকায় ইলিশ মাছটি আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।

Advertisement