Homeসব খবরক্রিকেটএবার ক্রিকেট বোর্ড নিয়ে যা বললেন সুজন

এবার ক্রিকেট বোর্ড নিয়ে যা বললেন সুজন

প্রায় চার বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির ভাইস চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজন। কাগজে-কলমে এই পদে থাকলেও বাস্তবে অনেকটাই উপেক্ষিত সাবেক এই টাইগার অধিনায়ক। ক্রিকেটের নীতিনির্ধারণী সিদ্ধান্ত নেয়া কিংবা আলোচনা সভা- সুজনকে নাকি ডাকার প্রয়োজনও মনে করে না ক্রিকেট বোর্ড। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলে নিজের ক্ষোভ উগরে দিলেন তিনি।

অপারেশন্স কমিটির দায়িত্বে থেকেও দুই বছর পর্যন্ত বিসিবির কোন মেইল পাননি সুজন। আদৌ নিজের পদে বহাল আছেন কিনা তাও নিশ্চিত নন তিনি। সুজন বলেন, ‘আমি এখনও ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান আছি কি না এটাই নিশ্চিত নই। নামে আছি হয়তো, কারণ কোন মিটিংয়ে যাওয়া হয় না বা কখনও ডাকে না। মাঝের দুই বছর তো ইমেইলই পায়নি, এখন কিছু কিছু পাই।’

সম্প্রতি বাংলাদেশ দলে যুক্ত হওয়া স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথ ও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সের নিয়োগ বিষয়েও কিছু জানেন না বলে দাবি করেন সুজন। অথচ কোচ নিয়োগের দায়িত্ব মূলত ক্রিকেট অপারেশন্স কমিটির। ওই কমিটির ভাইস চেয়ারম্যান হয়েও মিডিয়া থেকে কোচ নিয়োগের তথ্য পেয়েছেন বিসিবির এই পরিচালক।

‘আমি তো অপারেশন্সের ভাইস চেয়ারম্যান। আমি পরে আপনাদের কাছ থেকে জেনেছি যে দুইজন কোচ নিয়োগ করা হয়েছে। আমাকে কেউ জানায়নি। আপনারা বলবেন, আমি ডিপিএলে নিয়ে ব্যস্ত ছিলাম। বায়োবাবল সুরক্ষায় ছিলাম। কিন্তু আমার কাছে তো একটা ফোন ছিল। অথচ হেরাথের কথা আমিই প্রথমে বলেছিলাম বিসিবিকে।’- যোগ করেন সুজন।

Advertisement