Homeসব খবরজেলার খবরএবার কলার বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

এবার কলার বাম্পার ফলন, দামে খুশি চাষিরা

কয়েক বছর ধরে কলা চাষ করে উৎপাদন ও দাম ভালো পাওয়ায় দিনাজপুরে কলা চাষে আগ্রহ বেড়েছে চাষিদের। কাহারোল উপজেলার দশমাইল কলার হাটে চলছে কলা কেনা-বেচার ধুম। এ অঞ্চলের রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কলা সরবরাহ করা হচ্ছে। আবহাওয়া ও মাটি কলা চাষে উপযোগী হওয়ায় চলতি মৌসুমে দিনাজপুরে কলার বাম্পার ফলন হয়েছে। উৎপাদন খরচ কম লাগায় লাভবান হচ্ছে চাষিরা। ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে কলা চাষ।

কলা চাষি রবিউল বলেন, চলতি মৌসুমে ৩ বিঘা জমিতে কলা চাষ করেছি। ইতোমধ্যে লখাধিক টাকার কলা বিক্রি করেছি। এখনো ১ থেকে দেড় লাখ টাকার কলা বিক্রি করা আশা করছি। পাইকার মো. মোমেন ব্যাপারী বলেন, গত বছরে তুলনায় এই বছর দশমাইল হাটে কলা দাম বেশি। বাজারে প্রকারভেদে প্রতি ১০০ কাদি কলা ক্রয় করতে হচ্ছে ৪০ হাজার থেকে ৫০ হাজার টাকায়। যা গতবার কিনেছেন ২৫ হাজার থেকে ৩০ হাজার টাকায়। এবার পরিবহন খরচও বেশি। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় পরিবহন খরচ দেড়গুণ বেড়েছে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. নুরুজ্জামান বলেন, দিনাজপুরের মাটি ও আবহাওয়া কলা চাষের উপযোগী। তাই এ কলা চাষে চাষিদের পরামর্শ ও সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ। চাষিরা কলা চাষে এবার বেশ লাভবান।

Advertisement