Homeসব খবরজেলার খবরএক মণ ধানেও মিলছে না ১০০ লিচু!

এক মণ ধানেও মিলছে না ১০০ লিচু!

রসালো ও সুস্বাদু লাল টসটসে লিচু বাজারে উঠেছে বেশ কিছুদিন ধরেই। আর দিনাজপুরের লিচু মানেই স্বাদ ও রসে ভরপুর। গুণে ও মানের চাহিদায় দেশজুড়ে সুনাম কুড়িয়েছে। কিন্তু অবাক করা ব্যাপার একশ ভালো মানের চায়না থ্রি লিচুর দাম ১ হাজার ৪০০ টাকা! অর্থাৎ প্রতিটি লিচুর দাম ১৪ টাকা। এক মণ ধানে মিলছে না একশ লিচু।

খোদ দিনাজপুরের ফুলবাড়ী উপজেলাতেই দেখা গেছে এমন চিত্র। আকাশছোঁয়া দামের কারণে সাধারণ ক্রেতাদের লিচু কিনে খাওয়া হচ্ছে না। শুধু চেয়ে দেখায় সার। কারণ গত সোমবার ফুলবাড়ী পৌরবাজারে প্রতি মণ মোটা ধানের দাম ছিল ৯০০ টাকা। অবশ্য বাজারে বোম্বাই বা মাদ্রাজি জাতের লিচু প্রতি শ’ বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৫০০ টাকায়।

মৌসুমি ফল বিক্রেতা রানা, স্বপন ও হেলাল জানান, তারা প্রতি বছর চুক্তিতে বাগান কিনে পরিচর্যা করেন। তারপর সেখান থেকে ফল পেড়ে এনে বিক্রি করেন। এ বছর অতিরিক্ত তাপপ্রবাহের কারণে লিচুর ফলন কম, তাই দামও বেশি। তীব্র গরমের কারণে এই বছর ফলন কম এবং লিচুর সিজন শেষের দিকে তাই এই সময় দাম একটু বেশিই থাকে।

ফুলবাড়ী পৌরবাজারের নিমতলা মোড়ে সরস্বতিপুর গ্রামের মোমিনুল ইসলাম বলেন, বাজারে ধান বিক্রি করতে এসেছিলাম। মোটা ধান বিক্রি করলাম ১৮০০ টাকা বস্তা হিসেবে (দুই মণে এক বস্তা)। বাড়ির ছেলে মেয়েদের জন্য মৌসুমি ফল লিচু কিনতে এসে আক্কেল গুড়ম অবস্থা। কারণ ভালো লিচু কিনতে গেলে এক হাজার টাকার নিচে হবে না। তাই চাহিদামাফিক লিচু না কিনে অল্প কিছু লিচু নিয়ে বাড়ি ফিরছি।

সূত্র: দৈনিক আমাদের সময়।

Advertisement