Homeসব খবরজেলার খবরএইচএসসি ২০২৪: প্রথম দিনে অনুপস্থিত ১০ হাজার, বহিষ্কার ২০

এইচএসসি ২০২৪: প্রথম দিনে অনুপস্থিত ১০ হাজার, বহিষ্কার ২০

২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছে রোববার (৩০ জুন)। এ দিন আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ৯ হাজার ৯৭০ জন। এছাড়াও প্রথম দিনে বহিষ্কার হয়েছেন ২০ পরীক্ষার্থী। এছাড়া মাদরাসা শিক্ষা বোর্ডর আলিম পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৮৮ জন। বহিষ্কৃত হয়েছেন চারজন।

রোববার (৩০ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, সিলেট শিক্ষা বোর্ড ছাড়া আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল ৯ লাখ ৩৩ হাজার ৬৮৯ জন। এর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় অংশ নিয়েছিলেন ৯ লাখ ২৩ হাজার ৭১৯ জন। অনুপস্থিত ছিলেন ৯ হাজার ৯৭০ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম মোট পরীক্ষার্থী ছিল ৭৮ হাজার ৮৪৪ জন। এর মধ্যে অংশ নিয়েছিলেন ৭৫ হাজার ৯৬৭ জন। অনুপস্থিত ছিলেন ২ হাজার ৯৮৮ জন।

Advertisement