Homeসব খবরজেলার খবরউত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, বিপদসীমার কাছাকাছি সব নদী

উত্তর-পূর্বাঞ্চলে বন্যার শঙ্কা, বিপদসীমার কাছাকাছি সব নদী

টানা বৃষ্টিতে কুড়িগ্রাম, সুনামগঞ্জে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হচ্ছে নদী তীরের নিচু এলাকা। পাহাড়ি ঢলে পানি বাড়ছে সুনামগঞ্জের সীমান্ত নদী যাদুকাটার। তবে, নদীর পানি কমতে থাকায় ফেনী ও শেরপুরে বন্যার উন্নতি হচ্ছে।

তিস্তা, ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি বৃদ্ধি অব্যাহত থাকায় প্লাবিত কুড়িগ্রামের বেশ কিছু নিচু এলাকা। এসব নদীর ২৫টি পয়েন্টে বাড়ছে ভাঙন। তিন দিনে এসব এলাকায় দুই শতাধিক ঘরবাড়ি নদীতে বিলীন হয়েছে। তলিয়ে গেছে অনেক ফসলের খেত।

সুনামগঞ্জে সুরমা নদীতেও পানি বাড়ছে। পাহাড়ি ঢলে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক এখনো পানির নিচে। ভারতের আসামে বৃষ্টিপাত অব্যাহত থাকায় আগামী ৭২ ঘণ্টার মধ্যে বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

এদিকে, ফেনীর ফুলগাজীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। পানি নামার সঙ্গে সঙ্গে প্লাবিত এলাকার ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট হচ্ছে। জেলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ১৫ হেক্টর ফসলি জমি।

বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে শেরপুরেও। পানি কমেছে ঝিনাইগাতী, নালিতাবাড়ী ও নকলা উপজেলায়। তবে, ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়িঘর, বীজতলা ও শাকসবজির আবাদ। বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা দিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা।

Advertisement