Homeসব খবরজাতীয়উত্তরার ১১ নম্বর সেক্টরে কাচা বাজার ও ফার্নিচার মার্কেটে...

উত্তরার ১১ নম্বর সেক্টরে কাচা বাজার ও ফার্নিচার মার্কেটে আ’গুন

রাজধানীর উত্তরা এলাকার ১১ নং সেক্টরের আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার রাত ২টার দিকে ওই এলাকার জমজম টাওয়ারের পাশের কাঁচা বাজারের ভেতরের একটি বেডিং মার্কেটে আগুন লাগে বলে জানা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে।

আগুনের শিখা দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসের সঙ্গে অগ্নিনির্বাপণে যোগ দেন। এসময় বাজারের পাশের আধপাকা ঘরের বাসিন্দাদেরও ডেকে বাইরে নিয়ে আসা হয়। তারাও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেন। প্রায় পৌনে একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে আগুনে বাজারের বহু টিনশেড দোকান ভস্মীভূত হয়ে গেছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগুন লাগার পর অল্পসময়ের মধ্যেই তা বড় আকার ধারণ করে। এতে সেখানকার বহু দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বাজারে কয়েকটি লেপ-তোষক ও ফার্নিচারের দোকান থাকায় আগুন দ্রুত ছড়িয়েছে ও ধোঁয়া তৈরি হয়েছে।

তবে কীভাবে এই আগুনের সূত্রপাত ঘটেছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হতে পারে, তা এখনো জানা যায়নি।

ঘটনাস্থলে উপস্থিত ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা এখনো গণমাধ্যমের সামনে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি। তবে একজন দমকলকর্মী জানিয়েছেন, ছাইচাপা আগুন সম্পূর্ণ নির্বাপণ না হওয়া পর্যন্ত তারা সেখানে কাজ করবেন।

Advertisement