Homeসব খবরআন্তর্জাতিকঈদুল আজহার তারিখ প্রকাশ করল সৌদি আরব

ঈদুল আজহার তারিখ প্রকাশ করল সৌদি আরব

সৌদি আরবের আকাশে বৃহস্পতিবার (৬ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সে হিসেবে আগামীকাল ৭ জুন থেকে শুরু হচ্ছে পবিত্র হজের মাস জিলহজ। আর আগামী ১৬ জুন পালন করা হবে পবিত্র ঈদুল আজহা।

বৃহস্পতিবার ৬ জুন রাতে মিডল ইস্ট ইকোনমির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট।

প্রতিবেদনে বলা হয়, জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১৫ জুন থেকে শুরু হচ্ছে ঈদুল আজহা এবং পবিত্র হজের আমেজ। অর্থ্যা ১৫ জুন সৌদিতে পবিত্র আরাফাহ দিবস (হজ) ও ১৬ জুন ঈদুল আজহা (কোরবানি) উদযাপিত হবে।

চাঁদ দেখা সাপেক্ষে ইসলামের ১২ মাসের সূচনা হয়। জিলহজ মাসের চাঁদ দেখার মাধ্যমে হজ ও পবিত্র ঈদুল আজহা কবে উদযাপন করা হবে তা নির্ধারণ করা হয়। সেই অনুযায়ী, ঈদুল আজহার প্রথম দিন জিলহজ মাসের ১০ম দিনে পড়ে। আর পবিত্র আরাফাহ দিবস পালন করা হয় জিলহজ মাসের ৯ম দিনে।

Advertisement