Homeফুটবলইতিহাস গড়ে মাকে নিয়ে মাঠেই নাচলেন মরক্কোর ফুটবলার

ইতিহাস গড়ে মাকে নিয়ে মাঠেই নাচলেন মরক্কোর ফুটবলার

বিশ্বকাপ ফুটলের ৯২ বছরের ইতিহাসে প্রথম দল হিসেবে আফ্রিকা থেকে এসে সেমিফাইনালে উঠেছে মরক্কো। ঘানা, সেনেগাল, ক্যামেরুন ও তিউনিশিয়ার মতো দল বারবার বিশ্বকাপ খেলেও কোয়ার্টারের বেশি যেতে পারেনি। কিন্তু এবার ইতিহাস পাল্টালো মরক্কো। প্রথম আফ্রিকান দেশ হিসেবে ইতিহাস গড়েছে মরক্কো।

কোয়ার্টার ফাইনালে আল থুমামা স্টেডিয়ামে পর্তুগালকে ১-০ গোলে হারিয়ে ইতিহাস রচনা করে মরক্কোর ফুটবলাররা। আর ম্যাচ শেষে পর্তুগীজরা যখন হারের বিষাদে চোখ মুছতে ব্যস্ত, তখন উল্লাসে ভেসে বেড়াচ্ছিলেন মরক্কোর ফুটবলাররা। তাদের উদযাপনে ছিল ভিন্নতা।

কেউ সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানাতে লুটিয়ে পড়ছেন সিজদায়। কেউবা টি-শার্ট খুলে ঘুরিয়ে মারছেন উপরে। কেউবা আবার লাফাতে ব্যস্ত। এরই মধ্যে সবার চোখ আটকে যায় সোফিয়ান বাউফলের দিকে। কেননা সে উদযাপন করছে তার মায়ের সাথে। মাঠেই নামিয়ে এনেছে তার মাকে।

ফরাসী ক্লাব অ্যাঞ্জার্সে খেলা মরক্কোর মিডফিল্ডার সোফিয়ান তার মাকে নিয়ে রীতিমত নেচে গেয়ে উদযাপন করেন। আর তার এই উদযাপন মুহূর্তেই ভাইরাল হয়ে যায় ফেসবুক টুইটারে।

এর আগেও প্রতিটা ম্যাচ জিতে মায়ের আদর পেয়েছে মরক্কোর ফুটবলাররা। গ্যালারি থেকে ছেলেদের বুকে ডেকে নিয়ে কপালে চুমু একেঁ দিয়েছেন মায়েরা। এবার ইতিহাস গড়ার পর সরাসরি মাঠে নেমে সেই মায়েরা নেচেছেন। যে ছেলেরা ইতিহাস রচনা করে, তারা তো আর সাধারণ ছেলে না, তারা তো বীর, তারা সোনার টুকরা।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন:

Advertisement