Homeসব খবরআন্তর্জাতিকইংরেজি নববর্ষ সবার আগে বরণ করল নিউজিল্যান্ড

ইংরেজি নববর্ষ সবার আগে বরণ করল নিউজিল্যান্ড

করোনার মধ্যেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছে বিশ্ব। প্রথম দেশ হিসেবে নতুন বছরকে স্বাগত জানালো নিউজিল্যান্ড। অকল্যান্ড স্কাই টাওয়ারের বর্ণিল আয়োজন দেখতে ছিলো উপচে পড়া ভিড়।

বর্ষবরণ উপলক্ষ্যে সিডনির ওপেরা হাউজে করা হয় আতোশবাজির আয়োজন। বর্ণিল আলোক ছটায় ছেয়ে গেছে ঐতিহ্যবাহী হারবার ব্রিজ। তবে, করোনার কারণে সীমিত ছিল দর্শনার্থী। দুই ডোজ টিকা নেয়া ব্যক্তিদেরই মিলেছে সরাসরি উৎসব উপভোগের সুযোগ।

ওমিক্রনের সংক্রমণ বাড়ায় সীমিত হয়েছে নিউইয়র্কের টাইমস্কয়ারের আয়োজন। অন্যবছর ৫৮ হাজার দর্শনার্থীর উপস্থিতি থাকলেও এবছর অনুমতি পাচ্ছেন কেবল ১৫ হাজার।

১৯০৪ সাল থেকে টাইমস স্কয়ারে বর্ষবিদায় ও নতুন বর্ষবরণের অনুষ্ঠান উদ্‌যাপন হয়ে আসছে। তবে করোনা ভাইরাসের প্রকোপ এড়াতে গত বছর জমায়েত এড়ানোর নির্দেশনা জারি করে মার্কিন রোগনিয়ন্ত্রণ কেন্দ্র।

স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছে প্যারিসবাসী। কড়াকড়ি মেনে বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছে গ্রিস।

Advertisement