Homeসব খবরবিনোদনআর্টিস্টদের সমালোচনার পরিবর্তে কাজে লাগান, এরাই হিট মুভি দিবে...

আর্টিস্টদের সমালোচনার পরিবর্তে কাজে লাগান, এরাই হিট মুভি দিবে : অতুল

অতুল ঘোষণা দেন বছরে লাইভ টেকনোলজিস এর ব্যানারে ২টা মুভি থিয়েটারে রিলিজ দিবে। এভাবে পরিকল্পনা করে আমরা এগুচ্ছি। তিনি ছবির সাফল্যে পরিচালকসহ শিল্পী কলাকুশলীকে ধন্যবাদ জানান। তারা ছবিতে উজার করে অভিনয় না করলে ছবিটি দর্শকরা লুফে নিতেন না। তিনি বলেন, ‘পরাণ’ ছবিটা যতোটা রায়হান রাফির, ঠিক ততোটাই রাজ, মিম, ইয়াশসহ সব শিল্পী-কলাকুশলীদের। এই কারণেই ছবিটি সুপারহিট।

ঈদ ছবি ‘পরাণ’ এর সাফল্যে উচ্ছ্বসিত প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজির ডিরেক্টর তামজিদ অতুল। তিনি বলেন, ডে বাই ডে , ‘পরাণ’ এর সেল আরো বাড়ছে। আমাদের মনে হচ্ছে, মিনিমাম আরো ৮ সপ্তাহ এইভাবে ছবিটা চালাতে হবে। দর্শকদের চাহিদা মাথায় রেখে আমরা কাজ করে যাচ্ছি। ছবিটি সফলতায় আমরা প্রচন্ড অনুপ্রাণিত।

অতুল বলেন, আমাদের দেশে যোগ্য শিল্পী রয়েছে। এদেরকে সঠিকভাবে মুল্যায়ন করতে পারলে, তারা ইন্ডাস্ট্রি লিড করবে আমার বিশ্বাস। কোনো আর্টিস্ট নিয়ে সমালোচনার পরিবর্তে তাকে কাজে লাগাতে পারলে ‘পরাণ’ এর মতো আরো বাম্পার হিট মুভি, এরাই দিবে। বাইরে থেকে শিল্পী ধার করে নিয়ে আসতে হবে না।

প্রসঙ্গত, গত ঈদুল আজহায় অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে ‘পরাণ ‘ মুক্তি পেলেও দিন দিন সিনেমাটির দর্শকপ্রিয়তা বাড়ছে। সঙ্গে বাড়তে থাকে প্রেক্ষাগৃহের সংখ্যাও। ৫ম সপ্তাহে এসেও সিনেমাটি দেশের ৪৮ প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। শিগগিরই সিনেমাটি দেশের বাইরের থিয়েটারে মুক্তি পাবে বলে প্রযোজনা সংস্থা জানান।

Advertisement