Homeসব খবরক্রিকেট‘আমি ভাগ্যবান, ক্যারিয়ারের শুরুতেই অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলার...

‘আমি ভাগ্যবান, ক্যারিয়ারের শুরুতেই অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি’

সবেতো ক্যারিয়ারটা শুরু করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তরুণ ফাস্ট বোলার শরিফুল ইসলাম এবং শামীম পাটোয়ারী। এই বছরের মার্চে নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ক্রিকেটে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় শরিফুল ইসলামের। মাত্র কয়েক মাসের মধ্যেই ক্যারিয়ারের অন্যতম বড় সাফল্য পেয়েছেন তিনি।

ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলা ১০ টি-টোয়েন্টি ম্যাচে তিনি নিয়েছেন ১৫ টি উইকেট। অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে বল হাতে জ্বলে উঠেছিলেন শরিফুল ইসলাম। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম চারটি সুযোগ পেয়েছিলেন তিনি।

বল হাতে প্রতিটি ম্যাচেই অবদান রেখেছেন শরিফুল ইসলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ১৯ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন দুটি উইকেট। এরপর দ্বিতীয় ম্যাচে ২৭ রানের বিনিময়ে তুলে নিয়েছিলেন দুটি উইকেট। তৃতীয় ম্যাচে ২৯ রানের বিনিময়ে তুলে নিয়েছেন দুটি উইকেট।

এরপর চতুর্থ ম্যাচে ৮ রানের বিনিময়ে তুলে নিয়েছেন ১ উইকেট। ক্যারিয়ারের প্রথম দিকে অস্ট্রেলিয়ার মতো বড় দলের বিপক্ষে সিরিজ জয়লাভ করে এবং সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স কথায় দারুণ খুশি শরিফুল ইসলাম। শরিফুল ইসলাম বলেন,

“নিজে ভালো করলে আর সঙ্গে যদি দলও জিতে, তাহলে ভালো লাগাটা অন্য রকম হয়ে যায়। অস্ট্রেলিয়া সিরিজে তাই হয়েছে। আর দলটা তো অস্ট্রেলিয়া। আমরা বড় হয়েছি ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়ার দাপট দেখে। তাদের হারানো, সেটাও আবার আমার ক্যারিয়ারের একদম শুরুতে, এটা অসাধারণ এক অনুভূতি, যা প্রকাশ করা একটু কঠিন।”

এছাড়াও বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ী দলের আরেক ক্রিকেটার শামীম হোসেন বলেন, “আমি আসলে ভাগ্যবান। ক্যারিয়ারের শুরুতেই অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পেয়েছি। সিরিজও জিতেছি। আর এমন না যে খেলাগুলো আমরা একতরফা জিতেছি। আমাদের কষ্ট করে জিততে হয়েছে। এটা আসলে অবিশ্বাস্য। আমাদের সঙ্গে অস্ট্রেলিয়ার নিয়মিত খেলা হয় না। সেদিক থেকে আমার ভাগ্যটা মনে হয় ভালোই।”

Advertisement