Homeসব খবরক্রিকেটআমি আগেই জানতাম! আফিফ পটেনশিয়াল টি-টোয়েন্টি খেলোয়াড় : নাজমুল...

আমি আগেই জানতাম! আফিফ পটেনশিয়াল টি-টোয়েন্টি খেলোয়াড় : নাজমুল হাসান পাপন

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই ফরম্যাটে টানা তিনটি সিরিজ জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে মাটিতে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের পর অস্ট্রেলিয়াকে ৪-১ ও নিউ জিল্যান্ডকে ৩-২ ব্যবধানে হারিয়েছে তারা। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে ১৩ ম্যাচে ৯টিই জিতেছে বাংলাদেশ। তবুও প্রস্তুতিতে সন্তুষ্ট নয় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। কারণটাও স্পষ্ট, ‘টি-টোয়েন্টিতে যেভাবে খেলার কথা ছিল সেভাবে হয়নি।’

তবে নাজমুল হাসান পাপন মনে করেন বিশ্বকাপের আগেই জয় গুলি দলের আত্মবিশ্বাস বাড়াবে।” টানা তিনটি সিরিজ জয় বিশ্বকাপের আগে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে। তার কথা, ‘যেহেতু পরপর তিনটা সিরিজ জিতলাম, এটা খেলোয়াড়দের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি করবে। তাই আমি বলব এ সিরিজগুলো গুরুত্বপূর্ণ ছিল। কারণ যে অবস্থায় ছিলাম, সে অবস্থায় গেলে আমার ধারণা আরও খারাপ হতো।’

যদিও বিসিবি প্রধান বলেননি, প্রস্তুতিটা একদম আদর্শ হয়েছে। তার ভাষায়, ‘প্রস্তুতি ভালো নেয়ার একটা সুযোগ ছিল।’ এরপরের কথাটি উহ্য থেকে গেছে। যার ভাবার্থ হলো, সে সুযোগ কাজে লাগানো সম্ভব হয়নি।

তবে কয়েকজনের পারফরম্যান্সের দারুণ খুশি হয়েছেন নাজমুল হাসান পাপন। বিশেষ করে শেষ ম্যাচে আফিফ হোসেনের ব্যাটিং দেখে মুগ্ধ হয়েছেন তিনি। এছাড়াও অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন তিনি।

“আমরা পাওয়ার-প্লেতে পিছিয়ে গিয়েছিলাম, এটা কভার করা কঠিন ছিল। তারপরও বলব এই সিরিজে বেশ কিছু জিনিস আমরা পেয়েছি। আফিফ পটেনশিয়াল টি-টোয়েন্টি খেলোয়াড় আমরা আগেই জানতাম, আজ আবার পেয়েছি। রিয়াদ খুব ভালো পারফর্ম করছে। অধিনায়ক হিসেবে বেশিরভাগ ম্যাচে ভালো করছে এবং অবদান রাখছে।”

Advertisement