Homeসব খবরবিনোদনআমার পরিবারও বিভ্রা'ন্তিতে ছিলো, তাদের মুখ দেখাতে কষ্ট হয়েছে...

আমার পরিবারও বিভ্রা’ন্তিতে ছিলো, তাদের মুখ দেখাতে কষ্ট হয়েছে : শাকিব খান

বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল সাড়ে ৫টার দিকে নায়কের গুলশানের বাসায় এক সংবাদ সম্মেলনে সাম্প্রতিক ইস্যু নিয়ে কথা বলেন। এসময় তার বিরুদ্ধে কথিত প্রযোজক রহমত উল্লাহর অভিযোগগুলোকে মিথ্যা ও বানো য়াট বলে উল্লেখ করেন।

‘শুধু রিল কিংবা পর্দায় নয়, রিয়েল লাইফেও যারা সত্যের পক্ষে থেকে লড়াই করেন, প্রতি বাদ করেন- তাদেরই জয় হয়। আজকেও আমাদের জয় হলো। যারা অসত্য ও ভিত্তিহীন অভিযোগ নিয়ে এসেছিলো, তারা কিন্তু পালিয়ে গেছে।’

কথিত প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে মামলা পরবর্তী সংবাদ সম্মেলনে এমনটাই বললেন ঢাকাই সিনেমার চিত্রনায়ক শাকিব খান।

ডিবি অফিস ও আদালতে যাওয়ার বিষয় উল্লেখ করে সংবাদ সম্মেলনে শাকিব বলেন, আমার বিরুদ্ধে যে অসত্য অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলো নিয়ে ডিবি অফিসে গিয়েছি। সেখানে ডিবি প্রধান হারুন সাহেবের সাথে কথা বলেছি। আজকে মহামান্য আদালতে গিয়েছি। তারা আমার মামলাটিকে গুরুত্বের সঙ্গে দেখছেন। তারা আশ্বাস দিয়েছেন, উদ্দেশ্যপ্রণোদীত এই ঘটনার পেছনে আর কারা কারা আছে ইনভেস্টিগেশনে সব বেরিয়ে আসবে।

এসময় কিছু কিছু সংবাদ মাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন শাকিব খান। তিনি বলেন,‘শুধু সিনেমা নয়, সব অঙ্গণের প্রতিষ্ঠিত মানুষদের নিয়ে ইদানিং প্রায়শই একটি শ্রেণি নানা অভিযোগ নিয়ে উপস্থিত হচ্ছে। অনেক সংবাদ মাধ্যম সেই অভিযোগগুলো সত্য কিনা, তা যাচাই না করেই প্রকাশ করে দিচ্ছে। এটা ঠিক নয়। কেউ একজন এসে প্রযোজক পরিচয় দিয়ে আমার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললো, অথচ সেটা খতিয়ে না দেখে সংবাদে প্রকাশ করে দেয়াটা কতোটুকু যৌক্তিক? অথচ প্রযোজক সমিতিতে একটু খোঁজ নিলেই জানা যেতো, যিনি প্রযোজক পরিচয়ে আমার বিরুদ্ধে অভিযোগ আনলেন, তিনি সত্যিকার অর্থেই প্রযোজক কিনা!’

এসময় অভিনেতা আরও বলেন,‘অভিনেতার বাইরে আমিও একজন মানুষ, আমারও পরিবার আছে। সন্তান আছে। আত্মীয় স্বজন আছে। তাদের কাছে মাথা উঁচু করে এখন বলতে পারছি। কিন্তু শুরুতে যখন অভিযোগগুলো আনা হয়, আমি বারবার বলছিলাম, এটা একটা ট্র‌্যাপ ছিলো। যা অস্ট্রেলিয়াতেই শেষ হয়ে গেছে। কিন্তু নানারকম বিভ্রা ন্তিমূলক সংবাদের কারণে আমার পরিবারও দুশ্চিন্তায় ছিলো। তাদের মুখ দেখাতে কষ্ট হয়েছে। অন্যায়টা আমি করিনি, অন্যায়টা আমার সাথে হয়েছে।’

শাকিব বলেন, ‘এই হেসেল, এটা সহ্য করার ক্ষমতা কারও থাকে না। কিন্তু আমার মনে হয়েছে, রিল লাইফে আমি যেমন প্রতিবাদী, অন্যায়ের বিরুদ্ধে যু দ্ধ করি- রিয়েল লাইফেও আর মুখ বুজে সহ্য করবো না। এজন্যই সেদিন বলেছি, বোবা সেজে থাকার আর সময় নেই। মন সাঁয় দেয় না, তিন চারদিন ধরে কারও ঘুম নাই; তবুও ভিড় ঠেলে আজ আদালতে হাজির হয়েছি।’

দেশের শিল্পী কলাকুশলীদের উদ্দেশে শাকিব বলেন, শিল্পীদের বিরুদ্ধে প্রায় সময় দেখি এসব অন্যায় অভিযোগ। আমি তাদের একটা বার্তা দিতে চাই, এসব আর সহ্য করো না। একটু হেসেল হলেও তা সহ্য করে প্রতি বাদ করো। দেশে আইন আছে, প্রশাসন আছে- বিচারটা পাবে।

Advertisement