Homeসব খবরক্রিকেটআমার চিন্তা হচ্ছে বাংলাদেশের বেশির ভাগ ব্যাটসম্যানই তো ফর্মে...

আমার চিন্তা হচ্ছে বাংলাদেশের বেশির ভাগ ব্যাটসম্যানই তো ফর্মে নেই : আশরাফুল

টানা তিন টি-২০ সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়ে বাংলাদেশ দল বিশ্বকাপের প্লেনে উঠেছিলো। নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়ার মতো দলগুলোকে হারালেও বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের ব্যার্থতা ছিলো চোখে লাগার মতো। ব্যাটসম্যানদের অফ ফর্মের সেই ধারাবাহিকতা চলছে ওমানেও। ওমানে এসে দুটি প্রস্তুতি ম্যাচেই ব্যার্থ হয়েছে বাংলাদেশের ব্যাটসম্যানরা। আর ব্যাটসম্যানদের এমন পারফর্মেন্সের জন্য চিন্তিত এক সময়ের বাংলাদেশ দলের তারকা ব্যাটসম্যান মোহাম্মদ আশরাফুল।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আশরাফুল জানান, ওমান ‘এ’ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচে আমরা দেখলাম যে মাসকাটের উইকেটে প্রচুর রান আছে। কিন্তু আমার চিন্তা হচ্ছে বাংলাদেশের বেশির ভাগ ব্যাটসম্যানই তো ফর্মে নেই। লিটন দাস, মোহাম্মদ নাঈম থেকে শুরু করে মুশফিকুর রহিম, সৌম্য সরকার—সবার ব্যাটই তো চুপ। হাসান কিছুটা রান পেয়েছে ওয়ান ‘এ’ দলের বিপক্ষে। সেটি কী যথেষ্ট?

তিনি আরও বলেন, আমি মনে করি স্কটল্যান্ডের বিপক্ষে আজ যদি বাংলাদেশকে ভালো করতে হয়, জিততে হয়, তাহলে ব্যাটসম্যানদের ফর্মে ফেরাটা খুব জরুরি। অন্তত একজন–দুইজন ব্যাটসম্যানকে খুব ভালো করতেই হবে। কথাটা কিছুটা ক্লিশে মনে হচ্ছে—কিন্তু আসলেই আমি বাংলাদেশের ব্যাটসম্যানদের ফর্ম নিয়ে চিন্তিত। অনেক দিন তাঁরা রানে নেই।

ব্যাটসম্যানদের ব্যার্থতা নিয়ে নিজের হতাশা প্রকাশ করতে গিয়ে আশরাফুল বলেন, টি–টোয়েন্টি ক্রিকেটে ব্যাটসম্যানদের দায়িত্বই বেশি। অথচ, দেখুন আমরা একটা বিশ্বকাপ খেলতে গিয়েছি, কিন্তু আমাদের একজন ব্যাটসম্যানও ফর্মে নেই।

Advertisement