Homeসব খবরক্রিকেটআদৌ কি দলে ফিরবেন তামিম!

আদৌ কি দলে ফিরবেন তামিম!

বিশ্বকাপে বাংলাদেশের স্কোয়াড ঘোষণার সময় সবচেয়ে বেশি বিতর্ক হয়েছিল ওপেনার তামিম ইকবালকে দলে রাখা না-রাখা নিয়ে। তামিম শেষ পর্যন্ত দলে সুযোগ পাননি, আর বিশ্বকাপে একের পর এক ম্যাচে যখনই বাংলাদেশের ওপেনিং জুটি ব্যর্থ হয়েছে, তখনই সমর্থকরা তামিমের কথা ভেবে দীর্ঘশ্বাস ফেলেছে।

তামিমকে যে তারা প্রবলভাবে ‘মিস’ করছেন, ধর্মশালা, চেন্নাই বা মুম্বাইয়ের মাঠে পোস্টার তুলে ধরে বাংলাদেশ সমর্থকরা সেটা জানাতেও দ্বিধা করেনি। এখন প্রশ্ন হলো বিশ্বকাপের পরে বাংলাদেশের জাতীয় দলে তামিমের ফিরে আসার সুযোগ কতটা?

বিশ্বকাপের স্কোয়াডে তামিমের না-ঢুকতে পারার যে ‘আনুষ্ঠানিক’ কারণটা জানা আছে, তা হলো পুরনো ব্যাক ইনজুরির কারণে তিনি টুর্নামেন্টের প্রতিটা ম্যাচ খেলার মতো ফিট ছিলেন না।

বাংলা ও ভারতের সাবেক ক্রিকেটার দেবাং গান্ধী কিন্তু মনে করেন, পুরোপুরি ফিট হয়ে তামিমের বাংলাদেশ দলে ফেরাটা নেহাতই ‘সময়ের অপেক্ষা’।

সোমবার ইডেনের ক্লাব হাউসে বসে দেবাং বলেন, ‘তামিমের বয়স কত হবে? ৩৩ বা ৩৪ বড়জোর? টেন্ডুলকার যদি ৪০ পেরিয়েও আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারেন তাহলে তামিমের মধ্যেও আরো তিন-চার বছরের সর্বোচ্চ মানের ক্রিকেট নিশ্চয় অবশিষ্ট আছে।’

এমন-কি তামিমের পুরনো আঘাতের সমস্যাকেও তিনি অতটা গুরুত্ব দিতে নারাজ। দেবাং গান্ধী বলেন, ‘আবার টেন্ডুলকারের কথা বলি, ক্যারিয়ারের প্রায় শেষ ১০ বছর ওনাকে টেনিস এলবোর সমস্যা নিয়েই খেলতে হয়েছে। সিনিয়র ক্রিকেটাররা জানেন, এই সব ইনজুরি কিভাবে ম্যানেজ করে খেলা চালিয়ে যেতে হয়।’

গত জুলাইতে নাটকীয়ভাবে নিজের অবসর ঘোষণার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত হস্তক্ষেপে ওই ঘোষণা প্রত্যাহার করে নিয়েছিলেন তামিম ইকবাল। কিন্তু পরে বিশ্বকাপে দলে সুযোগ না-পাওয়াটা যে তাকে আহত করেছে, সেটাও ভিডিও বার্তার মাধ্যমে প্রকাশ্যেই বুঝিয়ে দিয়েছিলেন অভিমানী এই ক্রিকেটার।

এখন বিশ্বকাপে দল হিসেবে বাংলাদেশ ব্যর্থ হওয়ার পর নির্বাচকরা এই অভিজ্ঞ ক্রিকেটারকে দলে ফেরান কি-না, দেখার বিষয় সেটাই। কিন্তু ওই সিদ্ধান্তের পেছনে ক্রিকেট ছাড়াও যে আরো নানা অক্রিকেটীয় ফ্যাক্টরের বড় ভূমিকা থাকবে, তাতে কোনো সন্দেহ নেই।

সূত্র: বিবিসি

Advertisement