Homeসব খবরক্রিকেটআজ কিউইদের ইটের জবাব পাটকেল হিসাবে ফেরত দিতে পারবে...

আজ কিউইদের ইটের জবাব পাটকেল হিসাবে ফেরত দিতে পারবে তো পাকিস্তান?

বিশ্বকাপের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয়েছে পাকিস্তান। দুর্দান্ত আত্মবিশ্বাসী দলটা আজ মাঠে নামবে আরেক শক্তিশালী দল নিউজিল্যান্ডের বিপক্ষে। যেখানে খেলা ছাড়াও খেলার বাহিরের কিছু জবাব দেয়ার সুযোগ রয়েছে পাকিস্তান দলের। বেশ কিছু দিন আগে পাকিস্তান সফর বাতিল করেছিলো কিউইরা যেটার জবাব আজ বিশ্বকাপের মঞ্চে দেয়ার সযোগ রয়েছে পাকিস্তানের।

পাকিস্তান ক্রিকেট বোর্ড যখন নিজেদের দেশে ক্রিকেট ফেরাতে মরিয়া তখনই আচমকা নিউজিল্যান্ড দল পাকিস্তান গিয়ে নিরাপত্তার অজুহাত দেখিয়ে সিরিজ না খেলেই দেশে ফিরে যায়। তাদের দেখা দেখি ইংল্যান্ডও বাতিল করে পাকিস্তান সফর। যার ফলে পাকিস্তানে ক্রিকেট ফেরানোর যেই স্বপ্ন পিসিবি দেখছিলো তা অনেকটাই শঙ্কার মুখে পড়ে যায়। নিউজিল্যান্ড ইংল্যান্ডের এমন সিদ্ধান্তের সমালোচনা হলেও কোন ক্ষতি পূরণ পায়নি পাকিস্তান ক্রিকেট বোর্ড।

আজ সেই কিউইদের বিপক্ষেই বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাবর আজমরা। সফর বাতিলের পর থেকেই পাকিস্তানের সাবেক ক্রিকেটার থেকে শুরু করে বোর্ড কর্তা, সবাই পাকিস্তান দলকে আহ্বান করেছিলো পাকিস্তান ক্রিকেটের যাই ক্ষতি নিউজিল্যান্ড করেছিলো তার জবাব যাতে বিশ্বকাপের মঞ্চে বাবর, রিজওয়ানরা দেয়। আফ্রিদি, রিজওয়ানরা যেই ফর্মে আছে আজ পাকিস্তানে সেই জবাব দিতে পারবেন বলেই মনে করেন পাকিস্তানের ভক্ত-সমর্থকরা।

Advertisement